SFI

Left Front: শহরে পরপর পথে বাম শ্রমিক, ছাত্রেরা

বিভিন্ন জেলা ঘুরে এসএফআইয়ের দু’টি সর্বভারতীয় জাঠার কলকাতায় এসে মেশার কথা। তার একটি এ দিনই নদিয়া হয়ে উত্তর ২৪ পরগনায় ঢুকেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ০৯:৩৯
Share:

এসএফআইয়ের জাঠা পৌঁছল উত্তর ২৪ পরগনায়।

চলতি সপ্তাহেই পরপর দু’দিন শহরের পথে নেমে বিজেপি ও তৃণমূলের সঙ্গে টক্করের বার্তা দিতে চলেছে বাম শ্রমিক ও ছাত্র সংগঠন। রাজপথে আগামী ১ সেপ্টেম্বর যুদ্ধ-বিরোধী মিছিল এ বার হবে ট্রেড ইউনিয়নগুলির ডাকে। তার পর দিন, ২ তারিখ কলেজ স্ট্রিটে রয়েছে এসএফআইয়ের ছাত্র সমাবেশ। সেই উপলক্ষে সে দিন শহর জুড়ে হবে ছাত্র মিছিল।

Advertisement

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়, এআইসিসিটিইউয়ের বাসুদেব বসুদের দাবি, ১ তারিখ ভিক্টোরিয়া হাউস থেকে মার্কিন তথ্যকেন্দ্র পর্যন্ত মিছিলের কথা আগেই পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু দুর্গাপুজোকে ‘হেরিটেজ’ স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে ওই দিন মুখ্যমন্ত্রী মিছিলের ডাক দেওয়ায় পুলিশ বামেদের ওই পথে মিছিল করতে নিষেধ করেছে। শেয পর্যন্ত ১ তারিখ বিকাল ৫টা থেকে এন্টালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাসের দিকে ‘শান্তিকামী’ মিছিল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাম শ্রমিক নেতৃত্ব। তাঁদের ঘোষণা, তাতেও বাধা পেলে পথে বসে পড়া হবে। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সোমবারই জানিয়েছেন, ২ তারিখের ছাত্র সমাবেশের জন্য শিয়ালদহ ও হাওড়া স্টেশন, হেদুয়া এবং সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ছাত্র মিছিল হবে। বিভিন্ন জেলা ঘুরে এসএফআইয়ের দু’টি সর্বভারতীয় জাঠার কলকাতায় এসে মেশার কথা। তার একটি এ দিনই নদিয়া হয়ে উত্তর ২৪ পরগনায় ঢুকেছে। আগামী ২ তারিখের সমাবেশের আগে কয়েক দিনে ওই দুই জাঠার যাত্রাপথে কলকাতার লাগোয়া এলাকায় কিছু সভা হবে, যেখানে ছাত্র নেতৃত্বের পাশাপাশি থাকার কথা সিপিএম নেতাদেরও। জাঠাকে সামনে রেখে এ দিন বেশ কিছু পোস্টারও ডিজ়িটালি প্রকাশ করেছে এসএফআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement