CPM

সতর্ক থাকার ডাক, গুচ্ছ কর্মসূচিও বামের

সিপিএমের যুব সংগঠনের ডাকে সম্প্রতি ব্রিগেড সমাবেশে যে সাড়া এবং মেজাজ চোখে পড়েছিল, তার রেশ ধরেই লোকসভা নির্বাচনের আগে প্রচারকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন বাম নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ০৭:০২
Share:

—প্রতীকী ছবি।

গণতন্ত্র, সংবিধান ও ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার ডাক দিয়ে রাজ্যে একাধিক কর্মসূচি নিল বামেরা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে বিজেপি তথা গেরুয়া শিবির যখন হিন্দুত্বের হাওয়া তুলতে সচেষ্ট, সেই সময়ে সংবিধানের মূল কথা এবং মানুষের রুটি-রুজির সমস্যাকে হাতিয়ার করে বামেরা চাইছে ময়দানে থাকতে। সিপিএমের যুব সংগঠনের ডাকে সম্প্রতি ব্রিগেড সমাবেশে যে সাড়া এবং মেজাজ চোখে পড়েছিল, তার রেশ ধরেই লোকসভা নির্বাচনের আগে প্রচারকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন বাম নেতৃত্ব।

Advertisement

আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘রাম মন্দির প্রতিষ্ঠাকে সামনে রেখে দেশ জুড়ে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপি। এর মাধ্যমে রুজি-রুটির বিষয় থেকে নজর ঘুরিয়ে মন্দির-ধর্মস্থানের রাজনীতি করছে বিজেপি। আর সেই কাজে প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করছে তৃণমূলের মতো দলগুলির প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি।’’ সেলিম জানান, রাম মন্দির উদ্বোধনের সময়ে জেলায় জেলায় বামেদের যেমন মিছিল হবে, তেমনই উত্তেজনা সৃষ্টির চেষ্টা রুখতে বাম কর্মীদের সতর্ক থাকতে হবে। কোনও ‘প্ররোচনা’য় পা দেওয়া চলবে না। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি কলকাতায় বামেদের মিছিল হবে এবং রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সুভাষের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সভা হবে। ব্রিগেডে যেমন সমবেত কণ্ঠে সংবিধানের প্রস্তাবনা পাঠ হয়েছিল, আগামী ২৬ জানুয়ারি কলকাতা-সহ রাজ্য জুড়েই সেই কর্মসূচি থাকবে। তার পরে ৩০ জানুয়ারি মোহনদাস কর্মচন্দ গান্ধীর হত্যা দিবসে বেলেঘাটায় গান্ধী ভবন চত্বরে সভা হবে বামেদের। সেলিমের মন্তব্য, ‘‘মুখে যারা এখন রামের নাম করে রাজনীতি করছে, তাদের মনে আছে নাথুরাম!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement