usa

CPIM: আফগান-প্রশ্নে বাম নিশানায় মোদী সরকার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৬
Share:

মার্কিন তথ্যকেন্দ্রের সামনে বামফ্রন্টের বিক্ষোভ অবস্থান নিজস্ব চিত্র।

আফগানিস্তানের প্রসঙ্গ এনে সাম্রাজ্যবাদ-বিরোধী দিবসে নরেন্দ্র মোদী সরকারের নীতি নিয়েই প্রশ্ন তুলল বামেরা। মার্কিন তথ্যকেন্দ্রের সামনে বুধবার সাম্রাজ্যবাদ-বিরোধী সভায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘আফগানিস্তানে যা হচ্ছে, কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বহু মানুষ বিপন্ন, স্বাস্থ্য ব্যবস্থা পর্যন্ত ভেঙে পড়েছে। আমেরিকা চলে গিয়েছে। অদ্ভুত ব্যাপার, এই পরিস্থিতিতেও আমাদের কেন্দ্রীয় সরকার চুপ করে আছে!’’ বহু বছর ধরেই এই দিনে কলকাতা শহরে ‘মহামিছিলের’ ডাক দিয়ে থাকে বামেরা। তবে অতিমারি পরিস্থিতির কারণে দু’বছর মিছিলের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। বিক্ষোভ-জমায়েতে এ দিন বামফ্রন্টের শরিকেরা ছাড়াও এসইউসি-সহ ১৬ দল শামিল হয়েছিল। মৌলালি মোড়ে সাম্রাজ্যবাদ-বিরোধী সভা করেছে পিডিএস। পাশাপাশি, বিজেপি-শাসিত হরিয়ানায় কৃষক আন্দোলনে পুলিশের আক্রমণে সুশীল কাজলের মৃত্যুর প্রতিবাদে এ দিন কলকাতা-সহ জেলায় জেলায় ‘শহিদ দিবস’ পালন করেছে এসইউসি। কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিও তুলেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement