ফাইল ছবি
রাজ্য জুড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার ডাক দিয়ে পথে নামছে বামেরা। জেলায় জেলায় কর্মসূচির পরে আগামী ২১ জুন কলকাতায় কেন্দ্রীয় ভাবে শান্তি মিছিল করবে তারা। দেশ ও রাজ্যের পরিস্থিতির প্রেক্ষিতে বামফ্রন্ট ও সহযোগী মিলে ১৬টি দলের বৈঠকে সোমবার ওই সিদ্ধান্ত হয়েছে। তবে কলকাতায় এখনই পথে না নেমে এক সপ্তাহের সময় নেওয়া কেন, সেই প্রশ্ন আছে বাম শিবিরের অন্দরেই।
শান্তি এ সংহতির বার্তা দিয়ে রবিবারই কলকাতায় মিছিল করেছিল সিপিআই (এম-এল) লিবারেশন। তার পরে এ দিনই আলিমুদ্দিনে ডাকা হয়েছিল ১৬ দলের বৈঠক। উদ্ভুত পরিস্থিতির নিরিখে বামেদের যে পথে নামা প্রয়োজন, বৈঠকে সে কথা বলেন একাধিক দলের নেতারাই। বৈঠকে ঠিক হয়েছে, ১৫ জুন থেকে ‘সাম্প্রদায়িকতা-বিরোধী সপ্তাহ’ পালন করা হবে রাজ্য জুড়ে। তার পরে ২১ জুন এন্টালির রামলীলা ময়দানে জমায়েত করে শান্তি মিছিল হবে মহাজাতি সদন পর্যন্ত। বৈঠকের পরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, এক দিকে দেশের খেটে খাওয়া মানুষের ঐক্য ভাঙতে কেন্দ্রের বিজেপি সরকার নানা আঘাত হানছে। এই ‘অপকৌশলে’র অঙ্গ হিসেবেই বিজেপির দুই জাতীয় মুখপাত্র সম্প্রতি উস্কানিমূলক মন্তব্য করেছেন। আবার তার প্রতিবাদ জানাতে গিয়ে এ রাজ্যে বিভিন্ন জেলায় অবাঞ্ছিত ঘটনা ঘটছে, যার অনেক ক্ষেত্রে রাজ্যের শাসক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনা আছে বলে বামেদের অভিযোগ। জনজীবনের জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে সব ধরনের চেষ্টা সম্পর্কে সতর্ক থেকে শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছেন বিমানবাবু।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।