লালবাজারে বাম নেতারা। নিজস্ব চিত্র।
জর্জ ফ্লয়েডের হত্যা এবং আমেরিকার বর্নবিদ্বেষ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হলেন বাম নেতা-নেত্রীরা। ধর্মতলার লেনিন মূর্তির কাছে বিক্ষোভ-সভা করে সোমবার মার্কিন তথ্যকেন্দ্রের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন বাম গণসংগঠন। তখনই ২৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের সরিয়ে দেওয়া হয়। রাজ্যের সব জেলাতেই এ দিন প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। কলকাতায় প্রতিবাদে অংশগ্রহণ করেছিল ৯টি শ্রমিক সংগঠন-সহ বামপন্থী ছাত্র, যুব ও মহিলাদের সংগঠন। বর্ণবিদ্বেষের প্রতিবাদে আমেরিকায় গড়ে ওঠা উত্তাল আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ধর্মতলায় এ দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলও পোড়ানো হয়। সিটুর অনাদি সাহু, ইউটিইউসি-র অশোক ঘোষ, এআইটিইউসি-র সুব্রত দাস, এআইইউটিইউসি-র শান্তি ঘোষ, এআইসিসিটিইউ-এর দিবাকর ভট্টাচার্য, মহিলা সংগঠনের মধুজা সেন রায় প্রমুখকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় তাঁদের জামিনে ছাড়া হলেও ১৪৩, ১৪৭, ১৮৩ ধারায় মামলা দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে। ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে সিটু-সহ বিভিন্ন সংগঠন।