মাদ্রাসা শিক্ষকদের অবস্থান মঞ্চে সুজন চক্রবর্তী। নিজস্ব চিত্র।
মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান এক মাস পেরিয়ে গেলেও রাজ্য সরকার উদাসীন থাকায় ফের সরব হল বামেরা। বিধাননগরে ওই অনশন-অবস্থান চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েক জন শিক্ষক-শিক্ষিকা। কলকাতায় কযেক বার মিছিলও করেছেন তাঁরা। ‘ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর অবস্থান-মঞ্চে ফের গিয়ে রবিবার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর নিজের দফতরের খতিয়ান দেওয়ার সাহসটুকু নেই। মাদ্রাসা দফতরের পূর্ণমন্ত্রী হয়ে মাদ্রাসা ব্যবস্থাকে কোমায় নিয়ে গিয়েছেন, শিক্ষাব্যবস্থাকেও রাস্তায় নামিয়ে এনেছেন!’’ তাঁর অভিযোগ, ‘‘যেখানে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা ৩৪টা দিন রাস্তার উপরে শুয়ে আছেন, সেখানে রাজ্য সরকারের তরফে এখনও কোনও আধিকারিক না পাঠানো চরম অমানবিকতার নিদর্শন। সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থার সঙ্গে এটা এক ধরনের স্বৈরাচার।’’