সিঙ্গুর ও নন্দীগ্রাম-পর্বে বামফ্রন্ট সরকারে থেকেও সিপিএমকে চাপে ফেলতে ‘মিনিফ্রন্ট’ তৈরি করেছিল বাম শরিকেরা। বিধানসভা ভোটে পরাজয় এবং তৃণমূলের দল ভাঙানোর ধাক্কায় গোটা বামফ্রন্টই যখন বিপর্যস্ত, সেই সময়ে আবার বিকল্প মঞ্চ গড়তে তৎপরতা শুরু করল আরএসপি, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লক। নিজেদের হাতে-থাকা গণসংগঠন এবং সিপিএম ছেড়ে আসা বিক্ষুব্ধ কিছু কর্মীদের সংগঠনকে নিয়ে তারা আপাতত চাইছে এমন একটি মঞ্চ তৈরি করতে, যেখান থেকে উদার আর্থিক নীতির বিরুদ্ধে সরব হওয়া যাবে এবং সেই সূত্রে নিশানা করা যাবে কংগ্রেসকেও। তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কংগ্রেসকে সঙ্গে নেওয়ার যে পথ সিপিএম নিয়েছে, তাতে আপত্তি জানিয়েই শরিকদের এই পাল্টা কৌশল। একটি শরিক দলের শ্রমিক সংগঠনের দফতরে রবিবারই আরএসপি, ফ ব এবং সিপিআই নেতারা বৈঠক করেছেন খেতমজুর সংগঠনের নেত্রী অনুরাধা তলোয়ারকে সঙ্গে নিয়ে। তাঁরা কি সিপিএমকে বাদ দিয়েই বামপন্থী মঞ্চ গড়ে তুলতে চাইছেন? এক শরিক নেতার বক্তব্য, সিপিএম যোগ দিলে তাঁদের কোনও আপত্তি নেই। তবে মঞ্চের কর্তৃত্ব এখানে সিপিএমের হাতে থাকবে না।