Left Front Brigade Rally

আগে দিল্লি থেকে মোদীকে তাড়ান, তার পর এখান থেকে মমতাকে, ব্রিগেডে ডাক বামেদের

ব্রিগেড থেকে মোদীকে হঠানোর ডাক দেন ইয়েচুরি-বিমান বসুরা। রাজ্য থেকেও তৃণমূলকে উত্খাত করারও ডাক দেওয়া হয় এই মঞ্চ থেকে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৩
Share:

বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ। নিজস্ব চিত্র।

ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা। নিজেদের অস্তিত্বকে ফের একবার তুলে ধরার চেষ্টা করলেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমরা। রবিবার সভায় হাজির ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য, ক্ষিতি গোস্বামী, দেবলীনা হেমব্রম-সহ অন্য নেতৃবৃন্দরা।

Advertisement

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও এসেছিলেন। তবে তিনি সভামঞ্চে যাননি। তিনি অসুস্থ। তাই কিছু ক্ষণ সমাবেশে থাকার পর সেখান থেকে বেরিয়ে যান। ছাত্র নেতা কানহাইয়া কুমারের আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি অসুস্থতার কারণে।

ব্রিগেড থেকে মোদীকে হঠানোর ডাক দেন ইয়েচুরি-বিমান বসুরা। রাজ্য থেকেও তৃণমূলকে উত্খাত করারও ডাক দেওয়া হয় এই মঞ্চ থেকে।

Advertisement

ব্রিগেডের সভা থেকে কে কী বললেন

মহম্মদ সেলিম

• টিএমসি-বিজেপি তুমহে জিনে নেহি দেগা, অউর লাল ঝান্ডা তুমহে মরনে নেহি দেগা।

• টালিগঞ্জ থেকে আমাদের নায়িকা আনতে হয় না। পুরুলিয়া-বাঁকুড়ার লাল মাটি থেকে লাল ঝান্ডা নিয়ে লড়াই করে আমাদের নায়িকা তৈরি হয় দেবলীনা হেমব্রম।

• ধূলাগড় থেকে কালিয়াচক, রানিগঞ্জ থেকে মাথাভাঙা, রায়গঞ্জ থেকে হাজিনগর, দিনের পর দিন দাঙ্গা হয়েছে, কোনও তদন্ত হয়নি।

• বাম আমলে সাম্প্রদায়িক অশান্তি হয়নি।

• মোদী বলছেন কংগ্রেস মুক্ত ভারত, মমতা বলছেন কংগ্রেস মুক্ত বাংলা।

• এই লাল সমুদ্রকে বাধা দিলে সুনামি হবে, সেই সুনামি থেকে কেউ পার পাবে না।

• লাল ঝাণ্ডাকে হিটলার শেষ করতে পারেনি, মোদী-মমতারাও পারবেন না।

• শূরির সাক্ষী মাতাল, আর মোদীর সাক্ষী দিদি।

সূর্যকান্ত মিশ্র

• মুখ্যমন্ত্রী বলছেন উনি সূচ, আর বিজেপি চালুনি। সে তো হবেই, উনি তে চালুনিই হবেন। উনি দেশের সরকার চালান, উনি রাফাল যুদ্ধবিমান কেনেন। আপনার যে আর যুদ্ধবিমান কেনার ক্ষমতা নেই। আসলে আপনার রাগটা হচ্ছে আপনি সূচ আছেন, চালুনি হতে পারছেন না।

• চৌকিদার, পাহারাদার কাউকেই চাই না।

• শিল্পতাড়ুয়া সরকার, রাজ্যে শিল্প আসবে না।

ব্রিগেডে সীতারাম ইয়েচুরি, বিমান বসু-সহ বামফ্রন্টের অন্য নেতারা।

• আগে দিল্লি থেকে বিজেপিকে হঠাতে হবে, বিজেপিকে হঠাতে পারলে মুখ্যমন্ত্রীকে ঠেলে ফেলতে বেশি সময় লাগবে না।

• প্রথমে মোদীকে ঠেলে ফেলে দিতে হবে।

• কিছু দিন আগে এখানে একটা ব্রিগেড হয়েছিল। ২৩ জন বক্তা ছিলেন। আজ ৯ জন। অর্ধেকেরও কম। কিন্তু লোক দ্বিগুণেকও বেশি।

দেবলীনা হেমব্রম

• ৩৪ বছর সরকারে ছিলাম। একটা নয়া পয়সা আমাদের থেকে যায়নি। আমাদের গর্ব। আমাদের বামপন্থী নেতৃত্বের গায়ে এখনও কালি দিতে পারেনি।

• গান বাঁধতে পারি, সুর বাঁধতে পারি। কারও দয়ার দান আমাদের দরকার নেই।

• সাওতালি ভাষার শিক্ষক কোথায়।

• শিক্ষা চাই, চাকরি চাই।

• লড়াই করে অধিকার আদায় করতে হবে

দূর-দূরান্ত থেকে আসা মহিলা সমর্থকরা।

দীপঙ্কর ভট্টাচার্য

• মুখে গণতন্ত্র, কী হল পঞ্চায়েত নির্বাচনে?

• এনআরসি-র নামে ভেদাভেদ সৃষ্টি করছে কেন্দ্র।

• দেশের মতো রাজ্যেও বিকল্পের প্রয়োজন।

• ব্রিগেডে কিছু দিন আগে এত বড় র‌্যালি হল, সেখানে বাংলার কথা কিন্তু শুনলাম না।

নানা সাজে বাম সমর্থকরা।

• আমাদের সরকার নেই, বিধায়কের সংখ্যা কম, সাংসদের সংখ্যা আরও নগন্য, তাও এত লোক।

• আপনারা আবার প্রমাণ করলেন, পশ্চিমবাংলার মাটিতে বামপন্থার ভিত্তি কত শক্ত।

• ভাঙড়ে কেন কৃষকের জমি কাড়া হচ্ছে: দীপঙ্কর ভট্টাচার্য।

সীতারাম ইয়েচুরি

• লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হবে।

• বাংলা ও দেশে বদল আসবেই।

• বাংলাতেও বিদ্বেষের বাতাবরণ।

ব্রিগেডে বাম কর্মী-সমর্থদের জমায়েত।

• ৫ বছরে রেকর্ড বেকারত্ব মোদীর আমলে।

• চৌকিদারের ছুটির সময় হয়েছে।

• চুরি করা চৌকিদার চাই না দেশে।

• মোদীর নীতি দেশকে ধ্বংস করে দিচ্ছে।

• নেতা নয়, নীতির বদল চান দেশবাসী।

• সাম্প্রদায়িক বিভাজন ঘটানো হচ্ছে।

• আজকের এই জনসমুদ্র দেখে একটা কথা বিশ্বাস হয়ে গিয়েছে, বাংলার জনগণ দিল্লি থেকে মোদীকে হঠাবে আর বাংলা থেকে মমতাকে হঠাবে।

ক্ষিতি গোস্বামী

• কারও ঘরে যে সন্তান জন্মাচ্ছে, সেও বোধহয় এ বার থেকে দিদির অনুপ্রেরণায় জন্মাবে।

• যাঁরা আমাদের ব্যঙ্গ করেছিলেন, তাঁরা দেখুন ব্রিগেড লালে লাল হয়ে গিয়েছে।

• ব্রিগেড ভরাতে ব্যর্থ তৃণমূল।

• রাম মন্দিরের জিগির তুলে সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টি করছে বিজেপি।

• নোট বাতিলে ৮৬% মানুষ ক্ষতিগ্রস্ত।

• জিএসটির নামে নিন্ম-মধ্যবিত্ত ক্ষতিগ্রস্ত।

• নিন্দার রাজনীতি করছে তৃণমূল।

• বামেদের ব্রিগেড লালে লাল।

শিবের সাজে এক বাম সমর্থক।

সুধাকর রেড্ডি

• দেশ বাঁচাতে বিকল্প সরকার জরুরি

• বিভাজনের রাজনীতিতে সমূলে উপড়ে ফেলতে হবে।

• বাজেটের নামে জুমলা হয়েছে।

নানা প্রান্ত থেকে মিছিল ব্রিগেডের উদ্দেশে চলেছে।

• অর্থনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত।

• ৫ বছরে দেশের ক্ষতি করেছে বিজেপি।

• কলকাতায় ঐতিহাসিক সমাবেশ।

দেবব্রত বিশ্বাস

• লুঠেরাদের রাজত্বে শিল্প আসবে না।

• বিজেপি হঠাও। তৃণমূলকে এই রাজ্য থেকে উপড়ে ফেলে দিতে হবে।

• নিপীড়নকারীদের সঙ্গে জোট বেঁধে ভারতকে লুঠছে সাম্প্রদায়িক দল।

• আরএসএস গ্রামে গ্রামে বিষ ছড়াচ্ছে। এ রাজ্যে সাম্প্রদায়িক শক্তির জায়গা ছিল না। কিন্তু আজ হয়েছে।

• ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি।

• সফল ব্রিগেড, সাফল্য বাম কর্মীদের।

• বাংলায় ধর্ম-জাতের নামে ভোট হয় না।

বিমান বসু

• গণতন্ত্রকে হরণ করা হচ্ছে।

• লোকসভায় বামেদের শক্তি বাড়াতেই হবে।

• তৃণমূল আগে বিজেপির সঙ্গে ঘর করেছে।

• সব এলাকায় ছোট ছোট ব্রিগেড করুন।

• বিজেপি-তৃণমূল একই বৃন্তের দু’টি ফুল।

• গণতন্ত্র পুনরুদ্ধার করতেই হবে।

• বিজেপি হঠাও, তৃণমূল হঠাও।

• প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানালেন বাম নেতারা।

• ব্রিগেড সমাবেশে পৌঁছলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

• সস্ত্রীক ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement