ছবি: সংগৃহীত।
লকডাউনের মধ্যে বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন-সহ ত্রাণের কাজ চালাচ্ছেন বাম কর্মী-সমর্থকেরা। ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর প্রকোপ থেকে বাঁচাতে বিপজ্জনক এলাকার মানুষকে যুদ্ধকালীন তৎপরতায় নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্যও কর্মী-সমর্থকদের আহ্বান জানাল বামফ্রন্ট। যে সব জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা বেশি, সেখানে সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। সেই সতর্কতার প্রচার সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে এবং প্রয়োজনীয় ত্রাণের জন্য প্রস্তুত থাকতে মঙ্গলবার বাম কর্মী-সমর্থকদের আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, ‘আয়লা’র অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবিলায় যাবতীয় সাহায্য করতে তিনি প্রস্তুত। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহও জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় তাঁদের দলের তরফে হেল্পলাইন ও রাজ্য দফতরে কন্ট্রোল রুম খোলা হচ্ছে।