TMC

বাম-কংগ্রেসের প্রস্তাবে আপত্তি

অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে আক্রমণ করে বলেন, ‘‘কী আলোচনা হবে, আপনি ঠিক করে দেবেন? আপনি কে?’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০২:০৩
Share:

ফাইল চিত্র।

রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) কার্যকর করা হবে না, এই দাবিতে বাম ও কংগ্রেসের আনা প্রস্তাব গৃহীত হল না বিধানসভায়। তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষণের কেন্দ্রীয় আইন পাশ করাতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভার যে সংক্ষিপ্ত অধিবেশন বসেছিল, সেখানেই কেরল বিধানসভার ধাঁচে ওই মর্মে প্রস্তাব নিয়ে আলোচনা চেয়েছিল বিরোধীরা। কিন্তু বিধানসভার কার্য উপদেষ্টা (বিএ) কমিটি তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে আক্রমণ করে বলেন, ‘‘কী আলোচনা হবে, আপনি ঠিক করে দেবেন? আপনি কে?’’ মুখ্যমন্ত্রীর যুক্তি, এনআরসি-র বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। মমতার কথায়, ‘‘আমরা এনআরসি মানি না। সিএবি-র নামে বিভাজনের রাজনীতি মানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement