Abdul Mannan

মাদ্রাসা শিক্ষকদের পাশে মান্নান-সুজন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৫:১৫
Share:

মাদ্রাসা শিক্ষকদের অবস্থান মঞ্চে আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী। বিধাননগরে। নিজস্ব চিত্র।

অনশন-অবস্থানে থাকা মাদ্রাসা শিক্ষকদের পাশে দাঁড়াল বাম ও কংগ্রেস। বিধাননগরে রাস্তার ধারে ‘ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্‌ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর অবস্থান মঞ্চে গিয়ে শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করলেন, প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি রাজ্য সরকার। প্রয়োজনে শিক্ষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। অনশন-অবস্থান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন দু’জন শিক্ষিকা। মান্নান এ দিন বলেন, ‘‘শিক্ষকেরা জাতির মেরুদণ্ড। অথচ মাদ্রাসা শিক্ষকেরা রাজ্য সরকারের কাছে ন্যায্য দাবি নিয়ে এ ভাবে অবস্থান করছেন, প্রশাসনের হুঁশ নেই। অসুস্থ শিক্ষিকাদের চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। আমরা ওঁদের পাশে আছি।’’ সুজনবাবুর বক্তব্য, ‘‘এই শিক্ষকদের আগের প্রতিবাদের সময় মন্ত্রীরা কী বলেছিলেন, এখন ভুলে গিয়েছেন! মাদ্রাসা, পার্শ্ব শিক্ষক,সকলে ক্ষুব্ধ। রুখে দাঁড়ানো ছাড়া পথ নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement