Left Front

কামারহাটি-কাণ্ডে প্রতিবাদের ডাক

দু’দিন আগে স্থানীয়দের বিক্ষোভে পুলিশ লাঠি চালানোয় মানসবাবুও আক্রান্ত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০২:০৩
Share:

ছবি সংগৃহীত।

কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভের ঘটনায় পুলিশের লাঠি চালানোর প্রতিবাদ জানাতে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করল বাম প্রতিনিধিদল। পুরোপুরি কোভিড হাসপাতাল না করে সাগর দত্তে অন্য রোগীদের চিকিৎসার ব্যবস্থাও রাখার দাবিতে স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়েছিলেন কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। ওই এলাকায় দু’দিন আগে স্থানীয়দের বিক্ষোভে পুলিশ লাঠি চালানোয় মানসবাবুও আক্রান্ত হন। অভিযোগ জানিয়ে তিনি চিঠি দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। স্পিকার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। বাম পরিষদীয় নেতা সুজনবাবুর নেতৃত্বে বুধবার ব্যারাকপুরের সিপি-র কাছে গিয়ে মানসবাবুরা সে দিনের ঘটনার ভিডিয়ো ক্লিপিংও জমা দিয়েছেন। সুজনবাবু পরে বলেন, ‘‘সিপি আশ্বাস দিয়েছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। বিষয়টি তাঁরা দেখবেন।’’ থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি আপাতত বাতিল করে সিপিএম ও কংগ্রেস যৌথ ভাবে আগামী ২০ জুন প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে ডানলপ মোড় পর্যন্ত সে দিন প্রতিবাদ মিছিলের আগে বিক্ষোভ-সভায় বক্তা হিসেবে থাকার কথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সুজনবাবুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement