সিপিএমেরই অস্তিত্বের সঙ্কট! তাদের লেজুড় হয়ে দল বাঁচানো সম্ভব কি না, প্রশ্ন উঠতে শুরু করল বাম শরিকদের মধ্যে। বামফ্রন্টের যৌথ কর্মসূচির পাশাপাশি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজস্ব পথে চলার চেষ্টায় নামছে আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মতো ছোট দলগুলি। দলের রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন উঠেছে, রাস্তায় ফব-র চোখে পড়ার মতো কর্মসূচি আছে কি? আলাদা দল হিসেবে মানুষ তবে তাদের মনে রাখবেন কী ভাবে? সঙ্কট মোকাবিলায় দলের তরফে স্থানীয় ভাবে হলেও নিজস্ব কর্মসূচি নেওয়ার দাবি উঠেছে বৈঠকে।