—প্রতীকী ছবি।
প্যালেস্টাইনের উপরে ইজ়রায়েলের লাগাতার হামলাকে সমর্থন করায় মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সফরের প্রতিবাদে বিক্ষোভে নামল বাম দলগুলি। সারা দেশের পাশাপাশি শুক্রবার এ রাজ্যের নানা জেলায় বামেদের বিক্ষোভ ছিল ইজ়রায়েলি হামলা বন্ধের দাবিতে এবং ইজ়রায়েলকে আমেরিকার মদতের প্রতিবাদে। মার্কিন প্রশাসনের দুই কর্তা ব্লিঙ্কেন ও অস্টিন এখন ভারত সফরে রয়েছেন। বামেদের বক্তব্য, ব্লিঙ্কেন ও অস্টিন লাগাতার ইজ়রায়েলের ‘গণহত্যা’র পক্ষে দাঁড়িয়েছেন এবং যুদ্ধ-বিরতির দাবি উড়িয়ে দিয়েছেন।
এরই পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের কাছে ইজ়রায়েল যে নির্মাণ শ্রমিক চেয়ে আর্জি জানিয়েছে, তারও এ দিন প্রতিবাদ হয়েছে কলকাতায়। মানবতা ও যুদ্ধের সাধারণ নিয়মকে অগ্রাহ্য করে ইজ়রায়েল হামলা চালিয়ে যাচ্ছে এবং শ্রমিক শ্রেণিকে পিষে মারতে প্যালেস্টাইনের নির্মাণ শ্রমিকদের ছাঁটাই করে মোদী সরকারের কাছ থেকে শ্রমিক চেয়ে পাঠিয়েছে, এই অভিযোগ সামনে রেখে এ দিন দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল নির্মাণ শ্রমিক ইউনিয়নগুলি। কলকাতায় মৌলালির মোড়ে প্রতিবাদ-সভায় ছিলেন সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক বাসুদেব বসু, নির্মাণ ইউনিয়নের নেতা কিশোর সরকার প্রমুখ। বাম দলগুলির বিক্ষোভ এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ, দুই কর্মসূচি থেকেই দাবি তোলা হয়েছে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিতে হবে মোদী সরকারকে। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মেনে ইজ়রায়েলকে যুদ্ধ-বিরতি ঘোষণা করতে হবে। ইজ়রায়েলের পাশে একতরফা ভাবে দাঁড়ানো বন্ধ করতে মার্কিন সরকারের উপরে ভারত সরকারের চাপ সৃষ্টির দাবিও তুলেছেন বাম নেতারা।