প্রতীকী ছবি।
গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূল যুব নেতার বাড়ি থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ এবং স্মার্ট ফোন এ বার চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাচ্ছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, ওই ল্যাপটপ এবং ফোনের ভিতরে থাকা তথ্য অন্তত মাস তিনেক আগে মোছা হয়েছে। সেগুলি পুনরুদ্ধারের জন্যই কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের কাছে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবারই বিনয় মিশ্র নামে ওই নেতার রাসবিহারী অ্যাভিনিউ, চেতলা ও কালীঘাটের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকেই এই ল্যাপটপ ও স্মার্ট ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
সিবিআইয়ের একটি সূত্রের দাবি, ফোন থেকে কিছু তথ্য উদ্ধার করা হয়েছে। তবে তা যথেষ্ট নয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ল্যাপটপ ও স্মার্টফোনের তথ্য উদ্ধার হলে বিনয়ের সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগের বিষয়টি স্পষ্ট হবে। বিনয় মারফত গরু ও কয়লা পাচারের টাকা প্রভাবশালীদের হাতে গিয়ে পৌঁছত বিনয়ের ঘনিষ্ঠ কয়েক জন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন গোয়েন্দারা।
সিবিআইয়ের এক আধিকারিক জানান, মাস দুয়েক আগে বেহালার বাসিন্দা এবং কলকাতার ব্যাঙ্কশাল ও আলিপুর আদালতের এক আইনজীবীর সাহায্যে গা-ঢাকা দিয়েছিলেন বিনয়। পরবর্তী সময়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। বিনয়কে আশ্রয় দেওয়া ও বিদেশে পালানোর ব্যবস্থা করার পিছনে ওই আইনজীবীর হাত রয়েছে বলে দাবি করছেন তদন্তকারীরা। ওই আইনজীবীর বিষয়ে খোঁজ করা হয়েছে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের দাবি। ওই আইনজীবীর কাছে এই মামলা সম্পর্কিত জরুরি তথ্য রয়েছে।