Lalu Prasad Yadav: লালু আবার জেলে, পশুখাদ্য মামলায় পাঁচ বছরের কারাদণ্ড, ৬০ লক্ষ টাকা জরিমানা

পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত পঞ্চম মামলায় সিবিআই আদালত এই শাস্তি ঘোষণা করেছে। লালুর বিরুদ্ধে ১৪০ কোটি তছরুপের অভিযোগ ছিল এই মামলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২১
Share:

লালু প্রসাদ যাদব আবার জেলে।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে। সোমবার সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই সাজা দিয়েছে। এর পাশাপাশি ৬০ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে লালুকে।

Advertisement

পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় লালুর বিরুদ্ধে এটিই ছিল পঞ্চম এবং চূড়ান্ত মামলা। ডোরান্ডা ট্রেজারি এই মামলাটিতে লালুর বিরুদ্ধে ১৩৯ কোটি ৩৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ এনে ছিল।

পশুখাদ্যের জন্য বরাদ্দ তহবিল থেকে অর্থ তছরুপের পঞ্চম মামলাটি ছিল ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত। সম্প্রতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ৭৫ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত। সোমবার তার শাস্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালুকে।

Advertisement

রাষ্ট্রীয় জনতা দল প্রধান অবশ্য শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement