SFI Leader Detained

সিপিএমের দুই ছাত্রনেতাকে বেহালা থেকে তুলে নিয়ে গেল লালবাজার

খবর পেয়ে কলকাতা পুলিশের সদর দফতরের সামনে পৌঁছেছেন সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়, সফিকুলের বাবা এবং পরিবারের লোকজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৪ ০১:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আরজি কর-কাণ্ডে উত্তপ্ত বাংলা। এরই মধ্যে শনিবার রাতে সিপিএমের দুই ছাত্রনেতাকে বেহালা থেকে তুলে নিয়ে গেল লালবাজার। এক জনের নাম সফিকুল। তিনি এসএফআই কলকাতা জেলা কমিটির সদস্য। অন্য জনের নাম চিরঞ্জিত রায়। ডাক নাম চিরন। এসএফআই বেহালা পূর্বের একটি আঞ্চলিক কমিটির সভাপতি তিনি। সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, সফিকুলকে গুন্ডাদমন শাখা আটক করে লালবাজারে নিয়ে গিয়েছে। খবর পেয়ে কলকাতা পুলিশের সদর দফতরের সামনে পৌঁছেছেন সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়, সফিকুলের বাবা এবং পরিবারের লোকজন।

Advertisement

সিপিএম নেতৃত্ব এবং ধৃত ছাত্রনেতার পরিবারের লোকজনের দাবি, যখন পুলিশের সঙ্গে তাঁরা কথা বলছিলেন, তখনই তাঁরা দেখতে পান চিরঞ্জিতকে নিয়ে কলকাতা পুলিশের পৃথক একটি দল লালবাজারে প্রবেশ করছেন। সূত্রের খবর, দমদমের তরুণ এক সিপিএম নেতাকেও জিজ্ঞাসাবাদ করছেন লালবাজারের আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement