লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহর বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ফাইল চিত্র।
লাভপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাইরে গরু পাচার সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘এক জন বিধায়কের নাম রানা (অভিজিৎ) সিংহ। লাভপুরের বিধায়ক তিনি। তাঁর একটা মেডিক্যাল কলেজ আছে নেপালে। এখান থেকে টাকা পাচার করে নেপালে একটি মেডিক্যাল কলেজ করেছেন। ওই কলেজে তাঁর মেয়েও পড়াশুনো করে।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘সাহেব মজুমদার, দীনময় মণ্ডল, আরও দু’জন-সহ মোট চার জন, লাভপুর থানার সিভিক ভলান্টিয়ার্স নেপালে গিয়ে ডিউটি করছে।’’
যদিও, বিরোধী দলনেতার অভিযোগ মানতে চাননি লাভপুরের বিধায়ক অভিজিৎ। তিনি আরও বলেন, ‘‘বিরোধী দলনেতা অবান্তর কথা বলছেন। নেপাল কেন, তিনি যদি পৃথিবীর কোনও দেশে আমার মেডিক্যাল কলেজ আছে প্রমাণ করতে পারেন তাহলে আমি স্পিকারের কাছে গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক যে সমস্ত পদে আমি রয়েছি, তা-ও আমি ছেড়ে দেব।’’ শুভেন্দু তাঁর কন্যার পড়াশুনো নিয়ে অভিযোগ তোলায় ব্যথিত অভিজিৎ। তিনি বলেন, ‘‘বিরোধী দলনেতা যত ইচ্ছে রাজনৈতিক আক্রমণ আমাকে করতে পারেন। কিন্তু পরিবারের কোনও সদস্যকে উদ্দেশ করে এমন আক্রমণ উচিত হবে না।’’
লাভপুর থানার যে চার জন সিভিক ভলান্টিয়ার্স নেপালে গিয়ে কাজ করছেন, সেই অভিযোগও মানতে চাননি অভিজিৎ। তাঁর কথায়, অভিযোগ করলেই হবে না বিরোধী দলনেতাকে তার প্রমাণ দিতে হবে।