ফাইল ছবি
টুইটারে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবারই খবর আসে, নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দুকে আক্রমণ করায় শুভেন্দুর ভাই সৌম্যেন্দু অধিকারী মামলা দায়ের করেছেন। তার জবাবে কড়া ভাষায় টুইট করলেন কুণাল। লিখলেন, ‘বেইমান, অকৃতজ্ঞ, বিভীষণ, মীরজাফর, সুবিধাবাদীকে গদ্দার বলা যাবে না? যাবে। বলেছি। বেশ করেছি। মামলা করেছে? চল্ ভাই কোর্টে দেখা হবে। তৃণমূলের আবেগ বিক্রি করে সব ভোগ করেছো। তারপর সিবিআই থেকে বাঁচতে বেইমানি। এখন বললে গায়ে লাগছে? বেগম.. জেহাদি.. এ সব বলে যাবে আর রসগোল্লা খাওয়াব নাকি?’
এই টুইটের আগে শুভেন্দুর একটি টুইট ধরে কটাক্ষও করেছেন কুণাল। সেখানে অবশ্য বিষয়টি অন্য। শুভেন্দু ইকো পার্কের একটি অনুষ্ঠানে মমতা উপস্থিতির বিষয়টি তুলে লিখেছেন, সু্ব্রত মুখোপাধ্যায়ের বিদায় অনুষ্ঠানে মমতা ছিলেন না, ছিলেন ইকো পার্কের অনুষ্ঠানে। সেই টুইট তুলে কুণাল লিখেছেন, ‘সুব্রতদাকে সম্মান দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কাছ থেকে শিখবেন না।’
বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে কুণালের বিরুদ্ধে মামলা করেন সৌম্যেন্দু অধিকারী। কুরুচিকর ভাষায় শুভেন্দুকে আক্রমণের অভিযোগ তুলে মামলা করেছেন তিনি। যে শব্দগুলির জন্য সৌম্যেন্দু মামলা করেছেন, সেই শব্দগুলি বিকেলের টুইটে ফের লেখেন কুণাল।