ক্ষিতি-স্মরণ ৩০শে

পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর মৌলালি যুব কেন্দ্রেই হবে ক্ষিতিবাবুর স্মরণসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০১:০৯
Share:

—ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের জেরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর স্মরণসভা স্থগিত রেখেছিল আরএসপি।

Advertisement

পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর মৌলালি যুব কেন্দ্রেই হবে ক্ষিতিবাবুর স্মরণসভা। বিজেপি বাদে সব রাজনৈতিক দলকে স্মরণসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর এলাকায় ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে ক্ষিতি-স্মরণে যোগ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement