চলছে কাজ। ছবি: শৌভিক দে।
ভিআইপি রোডের ধারে বাঙুর এলাকায় নয়ানজুলি বাঁচাতে সৌন্দর্যায়নের কাজ শুরু করেছিল রাজ্য সরকার। এ বার এগিয়ে এল দক্ষিণ দমদম পুরসভাও। পুরসভা সূত্রে খবর, ভিআইপি রোড থেকে বাঙুরে ঢুকতে ডান দিকের নয়ানজুলির সৌন্দর্যায়ন করছে রাজ্য সরকার। বাঁদিকের নয়ানজুলির সৌন্দর্যায়নের কাজ করছে দক্ষিণ দমদম পুরসভা।
দক্ষিণ দমদম পুর-কর্তৃপক্ষের দাবি, এই সৌন্দর্যায়নের ফলে ভিআইপি রোডের বাঙুর মোড়ের ভোল পাল্টে যাবে। প্রায় মজে যাওয়া এই নয়ানজুলির সৌন্দর্যায়নের কাজে পুরসভা হাত লাগিয়েছে মাস কয়েক আগে। এলাকার কাউন্সিলরদের দাবি, ইতিমধ্যেই নয়ানজুলির সৌন্দর্যায়নের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দেড় থেকে দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
রাজ্য সরকারের উদ্যোগে নয়ানজুলির যে অংশের সৌন্দর্যায়ন হচ্ছে সেখানে নয়ানজুলির মাঝে একটি ছোট্ট সাজানো দ্বীপ আর সেখানে যাওয়ার জন্য সাঁকো থাকবে। বোটিং করা যাবে। ফোয়ারা, হাঁটার রাস্তা এবং বসার ব্যবস্থা থাকবে। পুরসভার এক কাউন্সিলরে কথায়: “এলাকায় মাঠ কমে যাচ্ছে। নয়ানজুলিগুলি মানুষের বিশ্রামের জায়গা হতে পারে।”
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুধু সৌন্দর্যায়নই নয়, ভাবা হচ্ছে ব্যবসায়িক দিকও। ঠিক হয়েছে, নয়ানজুলির চারপাশে ছোটো ছোটো দোকান থাকবে। বেশির ভাগই খাবারের দোকান। পুরসভার সূত্রে খবর, দ্রুত গতিতে কাজ চলছে। স্থানীয় বাসিন্দা অশোক বসু বলেন, ‘‘বাঙুর এমনিতেই সৌন্দর্যায়নের দিক থেকে আশপাশের এলাকা থেকে অনেক এগিয়ে রয়েছে। নয়ানজুলির সৌন্দর্যায়নের কাজ শেষ হলে এলাকাটি আরও সুন্দর হবে।’’
পুরসভার এক আধিকারিক বলেন, “রাজ্য সরকার ‘জল ধর, জল ভর’ প্রকল্পের উপর জোর দিয়েছে। জলাধার সংরক্ষণের জন্য নয়ানজুলি সংরক্ষণ জরুরি। ভিআইপি রোড সম্প্রসারণ, উড়ালপুল, সার্ভিস রোড তৈরির কারণে এলাকার নয়ানজুলির অবস্থা খুব খারাপ। তাই এই উদ্যোগ।”