কলকাতা পুরনো শহর। ঘিঞ্জি এলাকা। বহু রাস্তায় ছোট গাড়ি ঢুকতে পারে না। এই সমস্ত জায়গায় আগুন লাগলে নেভানো কষ্টসাধ্য। এমন এলাকাগুলির কথা মাথায় রেখেই উচ্চক্ষমতাসম্পন্ন পোর্টেবল হাইপ্রেশার পাম্প কেনার সিদ্ধান্ত নিয়েছে দমকল দফতর। এই পাম্প কোনও জলাশয়ে বসিয়ে পাইপলাইনের মাধ্যমে ২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত এলাকায় জল নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা যাবে। বিদেশ থেকে প্রায় ২ কোটি টাকা দামের এই পাম্প কিনতে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছেন দমকল কর্তৃপক্ষ।
দমকল সূত্রে জানা গিয়েছে, কলকাতার বেশ কিছু এলাকা যেমন বড়বাজার, পোস্তা, তিলজলা, তপসিয়া, ট্যাংরা, বেহালা, খিদিরপুর গার্ডেনরিচ এলাকায় প্রচুর কারখানা এবং বসতি রয়েছে। এই সমস্ত এলাকায় রাস্তাও খুব চওড়া নয়। ফলে আগুন লাগলে দমকলের বড় গাড়ি নিয়ে যেতে বেগ পেতে হয়। তাই ৫৫টি ছোট পোর্টেবল পাম্প কেনা হয়েছে। দমকলের গাড়ির জল ফুরিয়ে গেলে জলাধারের মধ্যে এই পাম্পগুলি বসিয়ে ৪০০ থেকে ৫০০ মিটার দূর পর্যন্ত আগুন নেভানো সম্ভব হচ্ছে।
রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, “কলকাতার মতো পুরনো শহরে একটি হাইপ্রেশার পাম্প কেনা খুবই দরকার। কারণ, শহরের বহু এলাকায় এখনও দমকলের বড় গাড়ি ঢুকতে পারে না। ফলে সেখানে আগুন লাগলে দমকলকর্মীদের হয়রান হতে হয়। আমরা খোঁজ নিয়ে দেখেছি, বিদেশে হাইপ্রেশার পাম্পের ব্যবহার হচ্ছে। প্রায় ২ কিলোমিটার দূরে আগুন লাগলে ওই পাম্পের সাহায্যে পাইপলাইনের মাধ্যমে জল নিয়ে যাওয়া যায়।”
উদাহরণ দিয়ে মন্ত্রী আরও বলেন, “বড়বাজার খুব ঘিঞ্জি এলাকা। বহুতল বসতি রয়েছে। রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এখানে আগুন লাগলে দমকলের গাড়ি ঢোকা খুব মুশকিল। হাইপ্রেশার পাম্প থাকলে মল্লিকঘাটে পাম্প বসিয়ে প্রায় ২ কিলোমিটার দূর পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে জল নিয়ে যাওয়া সম্ভব হবে। মাটি থেকে পাঁচ বা ছ’তলা উঁচুতে জল দিতেও কোনও অসুবিধা হবে না।” দমকলমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই হাইপ্রেশার পাম্প কেনার চেষ্টা হচ্ছে। ছোট পাম্পগুলি প্রতিটা বড় শহরে পাঠিয়ে দেওয়া হবে।
দমকলের ডিরেক্টর জেনারেল দুর্গাপ্রসাদ তারানিয়া বলেন, “আমরা একটি হাইপ্রেশার পাম্প কেনার জন্য প্রস্তাব দিয়েছি। এই পাম্প থাকলে গলির মধ্যে আগুন নেভানোর কাজে জল নিয়ে যেতে কোনও অসুবিধা হবে না। সঠিক সময়ে আগুনে যদি জল দেওয়া সম্ভব হয় তা হলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমবে।” ডিরেক্টর জেনারেল আরও জানান, ইতিমধ্যেই বেশ কিছু ছোট পাম্প কেনা হয়েছে। সেই পাম্পগুলি ভাল কাজ করছে। বুধবার সকালে হাওড়ার রঙের কারখানায় আগুন নেভানোর কাজেও সফল ভাবে ছোট পাম্প ব্যবহার করা হয়েছে।