আবহবিদদের মতে, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। —ফাইল চিত্র।
ডিসেম্বর পড়ে গেলেও শীতের আমেজ এখনও দেখা দেয়নি কলকাতায়। মধ্য বঙ্গোপসাগরের দিক দিয়ে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তুরে হাওয়া। সেই কারণেই তাপমাত্রা কমছে না কলকাতায়।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি কম হলেও স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি বেশি রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
যদিও আবহবিদদের মতে, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সপ্তাহ শেষে শীতের অনুভূতি ফিরে পাবে দক্ষিণ বঙ্গবাসী। আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এ বছর নভেম্বর মাসেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জেরে শীতের আগমনের আগেই ঠান্ডার আমেজ ছিল শহরে।