West Bengal Health Department

খামের উপরে ওষুধ খাওয়ার নিয়ম, স্বাস্থ্য দফতরের নির্দেশিকা

স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, খামের উপরে লেখা থাকতে হবে ওষুধটি দিনে কত বার, কোন সময়ে,কী ভাবে খেতে হবে। লেখা থাকতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের নামও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ০৭:৫৭
Share:

—প্রতীকী চিত্র।

হাসপাতাল থেকে বলে দেওয়ার পরেও অনেক সময়েই দেখাযায়, রোগী ওষুধ খাওয়ার নিয়ম ভুলে গিয়েছেন। সেই সমস্যা এড়াতেএ বার থেকে ওষুধের খামের উপরে লেখা থাকবে নির্দেশিকা। যা দেখে রোগী সহজেই বুঝতে পারবেন, তাঁকে কখন, কী ভাবে সেই ওষুধ খেতে হবে।

Advertisement

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা, মহকুমা থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্রের জন্যএমনই বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দফতর। তাতে অবিলম্বে হাসপাতালের ফার্মাসিতে নিয়ম লেখা খাম চালু করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন,সরকারি হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসার জন্য আসেন। বহু রোগী হাসপাতালের ফার্মাসি থেকে বিনামূল্যে ওষুধনেন। দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে অনেক সময়ে রোগী ঠিক মতো বুঝতে পারেন না, তাঁকে ওষুধের নিয়ম কী কী বলা হচ্ছে। আবার অনেকেবুঝতে পারেন না, প্রেসক্রিপশনে কী লেখা হয়েছে। এক কর্তার কথায়, ‘‘ওষুধ খাওয়ার নিয়ম ভুলে গিয়ে অনেকে আবার হাসপাতালে ছুটে আসেন। কেউ আবার ভুল নিয়মেই ওষুধ খেয়ে চলেন।’’

স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, খামের উপরে লেখা থাকতে হবে ওষুধটি দিনে কত বার, কোন সময়ে,কী ভাবে খেতে হবে। লেখা থাকতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের নামও। বাংলা-সহআঞ্চলিক ভাষাতেও খামের উপরে ওষুধের বিষয়ে লেখা থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement