কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে রয়েছে। —ফাইল চিত্র।
দরজায় কড়া নাড়ছে শীত। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে শীত শীত ভাব বজায় থাকবে। আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে।
পুরুলিয়া, বর্ধমান-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় খানিকটা কম থাকবে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতার তাপমাত্রাও কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে। শীত শীত ভাব বজায় থাকবে শহর ও শহরতলিতে। আপাতত, কলকাতা এবং অন্যান্য জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।