Accident

পুলিশের বাসের ধাক্কা, আহত বাইকচালক

স্থানীয় সূত্রের খবর, বাসটি বাগুইআটি থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল। তাঁদের অভিযোগ, সেটি উল্টো দিকের লেনে ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৪
Share:

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ লেখা একটি বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক মোটরবাইক চালক। শুক্রবার বেলা ১১টা নাগাদ রাজারহাটের আটঘরার কাছে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম মুকেশ জয়সওয়াল (২১)। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, বাসটি বাগুইআটি থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল। তাঁদের অভিযোগ, সেটি উল্টো দিকের লেনে ছিল। সেখান দিয়েই যাচ্ছিলেন মুকেশ। বাসটি ধাক্কা মারলে তাঁর মোটরবাইক বাসের তলায় আটকে যায়। রাস্তার উপরে ছিটকে পড়েন মুকেশ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরেই সেখানে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরা বাসটি আটকে রাখেন। পুলিশের বাস নিয়ম ভেঙে রাস্তার উল্টো দিক দিয়ে যাচ্ছিল, এই অভিযোগে রাস্তা অবরোধ করেন স্থানীয়েরা। এর জেরে চিনার পার্কমুখী রাস্তায় কিছু ক্ষণ যানজট হয়। পরে পুলিশ গিয়ে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। তবে পুলিশের পাল্টা দাবি, ঘটনাস্থলে কোনও হেলমেট মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement