যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন উপাচার্য সুরঞ্জন দাস।
রবিবার সুরঞ্জনবাবু জানান, তিনি লিখিত অভিযোগ পাননি। তবুও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তাই তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গির হোসেনের অভিযোগ, বয়েজ মেন হস্টেলে শুক্রবার কিছু সিনিয়র ছাত্র প্রথম বর্ষের ছাত্রদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করে। সে রাতেই তিনি ডিন অব স্টুডেন্টস রজত রায়কে পুরো বিষয়টি জানিয়ে ছিলেন বলেও দাবি জাহাঙ্গিরের। রজতবাবুর দাবি, জাহাঙ্গিরের অভিযোগ পাওয়ার পরে তিনি হস্টেলের সুপারকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। কিন্তু সুপার তাঁকে জানান, এমন কিছু ঘটেনি।
সুরঞ্জনবাবু জানান, হস্টেলে অ্যান্টি র্যাগিং স্কোয়াড তদন্ত করে দেখবে। ২৮ এপ্রিল স্কোয়াড রিপোর্ট পাঠালে ২ মে তিনি তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন। তিনি বলেন, ‘‘অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তেরা শাস্তি পাবে। কিন্তু অভিযোগ যদি সত্যি না হয় তা হলে অভিযোগকারীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’’