পণ্ডিতিয়া কাণ্ডে মার্সিডিজ চালক বরুণ মহেশ্বরীর জামিন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার আলিপুর দায়রা আদালতে ভারপ্রাপ্ত বিচার বিভাগীয় বিচারক টি এন ভগত বরুণের জামিন মঞ্জুর করেন।
১৮ সেপ্টেম্বর গভীর রাতে হাজরা রোডে এক মার্সিডিজ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই স্কুটি আরোহী অভিজিৎ পাণ্ডার মৃত্যু হয়। অভিজিতের দুই বন্ধুও গুরুতর জখম হন। মার্সিডিজ গাড়িটির চালক ছিলেন বরুণ। ঘটনার চার দিন পর গরচা রোডের বাড়ি থেকে বরুণকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে লেক থানা এলাকায় একটি আবাসনের প্রায় ৭৫টি গাড়িতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। তাঁদের দাবি ছিল, ওই আবাসনের বাসিন্দা বরুণ। পুলিশি জেরায় বরুণ দাবি করেছেন, ওই আবাসনের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। তদন্তেও বয়ানের সত্যতা মিলেছে বলে দাবি বরুণের আইনজীবী সেলিম রহমানের। দু’ দফায় মোট ১৪ দিনের পুলিশ হেফাজতের পর সোমবার আলিপুর আদালতে মুখ্য বিচারকের আদালতে বরুণকে পেশ করা হলে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিন বরুণের আইনজীবী বলেন, ‘‘বরুণ গড়িয়াহাট থানা এলাকার বাসিন্দা। জামিনের শর্তানুসারে ওই এলাকার বাইরে যেতে পারবেন না।’’