চারু মার্কেট এলাকায় অস্বাভাবিক মৃত্যু যুবকের। —প্রতীকী চিত্র।
চারু মার্কেট এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেলে দেশপ্রাণ শাসমল রোডের একটি বাড়ির ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে বছর বাইশের ওই যুবকের নাম অবিনাশ বাউড়ি। তাঁর বাড়ি আসানসোলে। লেনিন সরণী এলাকার একটি দোকানমালিকের বাড়িতে গাড়িচালক হিসাবে কাজ করতেন তিনি। ভাড়া থাকতেন দেশপ্রাণ শাসমল রোডের একটি ফ্ল্যাটে। শনিবার সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে চাইছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ এটিকে খুনের ঘটনা বলেই মনে করছে। কারণ ওই যুবকের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া দেহটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তবে এই ব্যাপারে নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন বলে পুলিশ সূত্রে খবর।