Extortion

তোলা না দেওয়ায় মারধর, ধৃত এক

পুলিশ সূত্রের খবর, পেশায় ঠিকাদার অরিজিৎ সরকার শনিবার রাতে গাঙ্গুলিবাগানে একটি রাস্তার সারাইয়ের কাজ দেখে বাড়ি ফিরছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ০৩:৩৮
Share:

প্রতীকী ছবি।

তোলা চাওয়ার প্রতিবাদ করায় এক ঠিকাদার ও তাঁর বন্ধুকে রড দিয়ে মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্ত, জিৎ মুখোপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। আহত দুই যুবক ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, পেশায় ঠিকাদার অরিজিৎ সরকার শনিবার রাতে গাঙ্গুলিবাগানে একটি রাস্তার সারাইয়ের কাজ দেখে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, জিৎ তখন তাঁর পথ আটকে মোটা টাকা তোলা চান। তদন্তকারীরা জানিয়েছেন, অরিজিতের সঙ্গে জিতের পুরনো শত্রুতাও ছিল। অরিজিতের ভাই অভিজিৎ রবিবার অভিযোগ করেন, ‘‘দাদা আমার মোটরবাইক নিয়ে বেরিয়েছিল। তোলা চাইলে দাদা প্রতিবাদ করায় মোটরবাইকটি আটকায় জিৎ। দাদার সঙ্গে সুমিত নাগ বলে তাঁর এক বন্ধুও ছিলেন। দু’জনকেই রড দিয়ে মাথায় আঘাত করেন জিৎ। মোটরবাইকটির সামনের অংশ ভেঙে দেওয়া হয়।’’ অভিজিতের আরও অভিযোগ, এই ঘটনায় জিৎ ছাড়াও অভীক মুখোপাধ্যায় নামে এক যুবক এবং আরও জনা দশেক জড়িত। সকলকেই গ্রেফতার করার দাবি জানিয়েছেন অভিজিৎ।

পুলিশ জানায়, শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় অরিজিৎ ও সুমিত নাগ রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে দু’জনের বাড়ির লোক ঘটনাস্থলে পৌঁছন। আহতদের ই এম বাইপাসের একটি

Advertisement

বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, দু’জনের অবস্থা স্থিতিশীল। লালবাজারের এক কর্তা বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাঁদেরও ধরা হবে।’’ সুমিতের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই জিৎকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৫ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement