Kolkata Metro

Kolkata Metro: পুজোয় চালু হতে পারে মেট্রোর নয়া দুই রুট

এ বছরেই নিউ গড়িয়া থেকে রুবির মধ্যেও মেট্রোর পরিষেবা খুলে দেওয়ার চেষ্টা চলছে বলে রেল সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ০৭:২৭
Share:

ফাইল চিত্র।

চলতি বছরের অক্টোবরের মধ্যে যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে জোকা-তারাতলা মেট্রো। পাশাপাশি এ বছরেই নিউ গড়িয়া থেকে রুবির মধ্যেও মেট্রোর পরিষেবা খুলে দেওয়ার চেষ্টা চলছে বলে রেল সূত্রের খবর। এ বছর স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি। সেই উপলক্ষে শনিবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান কেন্দ্রের ইস্পাত এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Advertisement

মেট্রো সূত্রের খবর, তারাতলা-জোকা মেট্রো পথের সাড়ে ছ’কিলোমিটার কাজ প্রায় সম্পূর্ণ। স্টেশন নির্মাণ, ট্র্যাক বসানো এবং থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রস্তুতিও শেষ। সব ঠিক থাকলে শীঘ্রই মহড়া দৌড় শুরু হতে পারে। অন্য দিকে, নিউ গড়িয়া-বিমানবন্দর পথে নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে অভিষিক্তা মোড় সংলগ্ন একটি অংশ ছাড়া অন্যত্র উড়ালপথ নির্মাণ প্রায় শেষ। পুজোর আগে নির্মাণ শেষ হলে সেখানেও মহড়া দৌড় হতে পারে।

এ দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের এক অনুষ্ঠানে শহরে মেট্রো প্রকল্পগুলির কাজের অগ্রগতি তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুই কেন্দ্রীয় মন্ত্রীরই দাবি, মোদী সরকার গত আট বছরে শহরের মেট্রো প্রকল্পে সাড়ে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। শহরে মেট্রো পরিষেবার হাল দেখতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সকালে মেট্রোয় চেপে দক্ষিণেশ্বর থেকে বরাহনগর পর্যন্ত গিয়ে ফিরে আসেন। অন্য দিকে, দুপুরে ধর্মেন্দ্র ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন থেকে ফুলবাগান পর্যন্ত যান। তাঁর সফরসঙ্গী হন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।

Advertisement

স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এ দিন অনুষ্ঠান হয় নেতাজি ভবন মেট্রো স্টেশনে। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন রেল দফতরের দুই প্রতিমন্ত্রী দর্শনা জারদৌস ও রাওসাহেব পাতিল দানভে। ভার্চুয়াল মাধ্যমে ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যানও। সুভাষচন্দ্র বসুর গোমো থেকে ট্রেনে পেশোয়ার যাত্রার ঘটনা তুলে ধরেন ঐতিহাসিক ও প্রাক্তন সাংসদ সুগত বসু।

স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে ভৌগোলিক ভাবে জুড়ে রয়েছে, দেশের এমন ৭৫টি স্টেশন বেছে বিশেষ কর্মসূচি নিয়েছে রেল। নেতাজি ভবন ওই স্টেশনগুলির মধ্যে অন্যতম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement