Cyber Attack at Japan Airlines

সাইবার হামলার শিকার জাপান এয়ারলাইন্স! বিমান পরিষেবা ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা

জাপানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:০৪
Share:

জাপান এয়ারলাইন্সের বিমান পরিষেবা ব্যাহত। প্রতিনিধিত্বমূলক ছবি।

বড়সড় সাইবার হামলার শিকার হল জাপান এয়ারলাইন্স। বৃহস্পতিবার স্থানীয় সকাল সাড়ে ৭টা নাগাদ সাইবার হানা হয়। বিষয়টি চিহ্নিত করতে পারার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় সংস্থাটি। যদিও এই সাইবার হানার জেরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমগুলির দাবি।

Advertisement

জাপানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন যাত্রীরা। কিন্তু বিমান সংস্থাটি স্পষ্ট ভাবে জানায়নি কোনও বিমান বাতিল করা হয়েছে কি না। তবে বিমান ওঠানামায় বেশ প্রভাব পড়েছে বলেও স্থানীয় সূত্রে খবর।

জাপান টুডে-র প্রতিবেদন অনুযায়ী, সাইবার হানার জেরে জাপান এয়ারলাইন্সের অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বিমান সংস্থার তরফে যাত্রীদের উদ্দেশে জানানো হয়েছে, সাইবার হানার শিকার হয়েছে তারা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিট বিক্রি বন্ধ রাখা হচ্ছে। আর এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনাও করেছে সংস্থাটি। তবে আচমকা এই ঘটনার জেরে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement