Accident

ফুটপাতে গাড়ি উঠে গুরুতর জখম দুই পথশিশু, আটক চালক

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার সময়ে ওই বহুতলের গেটটি বন্ধ ছিল। গাড়ি যাতায়াতের জন্য গেট খোলার কথা নিরাপত্তারক্ষীর। তখন গেটের সামনে ছিলেন না তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৮:১১
Share:

মৌলালি সংলগ্ন লেলিন সরণীতে একটি বহুতল থেকে গাড়ি জোরে বেরিয়ে ধাক্কা মারে গেটে আহত হয় দুই জন। —নিজস্ব চিত্র।

বহুতল অফিসের বন্ধ গেটের সামনের ফুটপাতে খেলছিল দুই পথশিশু। বহুতল চত্বর থেকে তখনই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গেট ভেঙে ফুটপাতে এসে ধাক্কা মারে তাদের। গুরুতর জখম হয় দুই শিশু, সোনু সর্দার (১ বছর ৩ মাস) ও অজয় সর্দার (১২)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৯টায় ১২২, লেনিন সরণিতে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার সময়ে ওই বহুতলের গেটটি বন্ধ ছিল। গাড়ি যাতায়াতের জন্য গেট খোলার কথা নিরাপত্তারক্ষীর। তখন গেটের সামনে ছিলেন না তিনি। আচমকা একটি গাড়ি খুব দ্রুত গতিতে বহুতল থেকে বেরোতে গিয়ে বন্ধ গেটে ধাক্কা মেরে সেটি ভেঙে ফুটপাতে চলে আসে। সেখানেই খেলছিল সোনু ও অজয়। জখম দুই শিশুর দিদিমা ঝর্না সর্দারের অভিযোগ, ‘‘ওই অফিস থেকে বেশির ভাগ গাড়ি হর্ন না বাজিয়ে বেরিয়ে যায়। আমরা এ নিয়ে বললেও কেউ শোনেন না।’’

পাশেরই অন্য গেটে রামপ্রসাদ রাউত নামে এক নিরাপত্তারক্ষী কর্তব্যরত ছিলেন। রামপ্রসাদ বলেন, ‘‘বিকট শব্দ শুনে গিয়ে দেখি, গেটটি ভেঙে গাড়িটি বেরিয়ে এসেছে। গাড়ির সামনের কাচ ভেঙে গিয়েছে। আহত দু’টি বাচ্চাকে এনআরএসে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দিয়েছে। একটি বাচ্চার পা ভেঙেছে, অন্য জনের মাথায় লেগেছে। সিটি স্ক্যান করা হবে শুনেছিলাম।’’ যে গেটে ঘটনাটি ঘটেছে, সেটির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্বনাথ রায় বলেন, ‘‘ওই সময়ে সকালের জলখাবার খেতে পাশের দোকানে গিয়েছিলাম।’’

Advertisement

যে গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে, সেটি ওই বহুতল অফিসের গাড়ি নয় বলে নিরাপত্তারক্ষীদের দাবি। তাঁরা জানালেন, আশপাশের বাড়ির গাড়িও ওই বহুতলের গ্যারাজে থাকে। সকালে বেরিয়ে যায়। ওই বহুতলে রয়েছে একাধিক অফিস এবং একটি কোচিং সেন্টার। যখন ঘটনাটি ঘটে, তার কিছু পরেই অসংখ্য ছেলেমেয়ে সেখানে পড়তে আসে এবং গেটের সামনে ভিড় থাকে। স্থানীয়দের মতে, পড়ুয়ারা থাকলে আরও বড় অঘটন ঘটত।

দু’বছর আগে এই ভবনের সামনে এ ভাবেই একটি দুর্ঘটনা ঘটেছিল। ফুটপাতের বাসিন্দা কাজল সর্দার বলেন, ‘‘২০২২ সালের ৩১ জুলাইয়ের সন্ধ্যায় আমার মেয়ে এবং সঙ্গে আরও দু’জন ফুটপাতে ওই গেটের কাছে ঘুমোচ্ছিল। একই ভাবে একটি গাড়ি বেরোতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আমার মেয়েকে পিষে মেরে দেয়। আমরা ফুটপাতে থাকি বলে কি জীবনের দাম নেই? একই জায়গায় একই ভাবে দুর্ঘটনা কী ভাবে ঘটে? একটু সচেতন কি কেউ হবে না?’’

মুচিপাড়া থানা জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। গাড়ি-সহ চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement