প্রতীকী ছবি।
টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কুমারেশ মণ্ডল ও গোপাল রায়। কুমারেশ নৈহাটির বাসিন্দা। গোপাল জগদ্দলে থাকেন।
পুলিশ জানায়, লোয়ার রেঞ্জের বাসিন্দা ব্যবসায়ী মহম্মদ পারভেজ রাজার অভিযোগ, সম্প্রতি অপরিচিত এক ব্যক্তি তাঁকে ফোন করেন। ওই ব্যক্তি নিজেকে কল্যাণীর বিধায়কের ভাইপো বলে পরিচয় দেন। ওই ব্যক্তি জানান, টাকার বিনিময়ে তিনি সরকারি কাজের বরাত পাইয়ে দিতে পারেন। পারভেজের অভিযোগ, দিন কয়েক আগে ওই ব্যক্তি ফের ফোন করে জানান, ৮২ হাজার টাকা দেওয়া হলে বেশ কয়েকটি বরাত মিলবে। বেনিয়াপুকুরের একটি জায়গায় টাকা নিয়ে যেতে বলা হয়। পুলিশ জানায়, গত সপ্তাহের শেষে পারভেজ তাঁর এক কর্মচারীকে টাকা দিয়ে পাঠান। নির্দিষ্ট জায়গায় ওই কর্মচারী পৌঁছলে পাঁচ-ছয় জন যুবক তাঁকে মারধর করে ৮২ হাজার টাকা হাতিয়ে নেয়।
তদন্তে নেমে পুলিশ সিম কার্ডের সূত্র ধরে নৈহাটি গিয়ে কুমারেশের খোঁজ পায়। তাকে জেরা করে ধরা হয় গোপালকে। বুধবার ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হলে ১৫ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ হয়েছে। প্রতারণায় আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।