প্রতীকী চিত্র।
টিভিতে সম্প্রচারিত খবরের বিকৃতি ঘটিয়ে পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা পরে ভাইরাল হয়। সেই ভুয়ো খবরের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। বিধাননগর সাইবার থানায় এমন অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নেমে বুধবার রাতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রাকেশ রায় এবং প্রশান্ত মল্লিক। তাঁদের মধ্যে একজন একটি ভ্রমণ সংস্থায় কাজ করেন। অপর জন গাড়ি চালান। ধৃতদের বৃহস্পতিবার বিধাননগর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়। ধৃতদের থেকে দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দেখা যায়, এবিপি আনন্দ-র নাম করে সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস নিয়ে ভুয়ো খবর পোস্ট করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই চ্যানেলে সম্প্রচারিত একটি ফুটেজের স্ক্রিনশট নিয়ে তাতে বিকৃতি ঘটিয়ে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। কিন্তু আদৌ ওই চ্যানেলে এমন কোনও খবর সম্প্রচারই করা হয়নি।
এর পরে তদন্তে নেমে পুলিশ নিউ টাউনের গৌরাঙ্গনগর এবং কেষ্টপুরের রবীন্দ্রপল্লি থেকে ওই দুই যুবককে গ্রেফতার করেছে। কিন্তু তাঁরা কেন এমন কাণ্ড ঘটালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।