Accident

আশুতোষ কলেজের সামনে ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে উল্টে গেল সবজির লরি, আহত চালক

ভবানীপুর থানার পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টা ৪০মিনিট নাগাদ একটি সবজি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে আশুতোষ কলেজের সামনে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ০০:৩৭
Share:

উল্টে গেল সবজি বোঝাই লরি। নিজস্ব চিত্র।

আশুতোষ কলেজের সামনে ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে উল্টে গেল একটি সবজি বোঝাই লরি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে স্থানীয় কিছু বাসিন্দা জড়ো হয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ভবানীপুর থানার পুলিশও।

Advertisement

ভবানীপুর থানার পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টা ৪০মিনিট নাগাদ একটি সবজি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে আশুতোষ কলেজের সামনে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। পোস্টে ধাক্কা মারার পর গাড়িটি রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় ওই লরিটির চালক সামান্য আহত হয়েছেন। তাঁর শুশ্রুষা চলছে। লরিটির খালাসি অক্ষতই রয়েছেন।

দুর্ঘটনার সময় গাড়িটির গতি বেশি ছিল কি না তা নিশ্চিত হতে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement