পোস্টে বাড়ি খেয়ে আহত রেলযাত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন চাকরির পরীক্ষা দিতে বিহারের বাসিন্দা বিশাল বোন জুহি কুমারীকে নিয়ে শিয়ালদহ থেকে কল্যাণী যাওয়ার ট্রেনে ওঠেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৫
Share:

প্রতীকী ছবি।

দাদা-বোন একসঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিলেন ট্রেনে করে। দাদা দাঁড়িয়ে ছিলেন ট্রেনের দরজার পাশে। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন বোন। আচমকা গেট থেকে মুখ বার করতেই পোস্টে বাড়ি খেয়ে ছিটকে নীচে পড়লেন দাদা। রবিবার সকালে টিটাগড় স্টেশনের ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিহারের এক তরুণ। রেলপুলিশ জানিয়েছে, তাঁর নাম বিশাল কুমার। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন চাকরির পরীক্ষা দিতে বিহারের বাসিন্দা বিশাল বোন জুহি কুমারীকে নিয়ে শিয়ালদহ থেকে কল্যাণী যাওয়ার ট্রেনে ওঠেন। টিটাগড় স্টেশনের আগে ১২ নম্বর রেলগেটের কাছাকাছি কিছু দেখার জন্য মুখ বার করেছিলেন তিনি। তখনই লাইনের পাশের বিদ্যুতের খুঁটিতে বাড়ি খান। সেখানেই ছিটকে পড়েন তিনি।

মুখ বাড়িয়ে দাদাকে দেখার চেষ্টা করলে যাত্রীরা জুহিকে কোনও মতে আটকে রাখেন। টিটাগড় স্টেশনে নেমে পড়েন তরুণী। যাত্রীরাই বিশালকে তুলে স্টেশনে আনেন। সেখান থেকে তাঁকে ব্যারাকপুরে বিএন বসু হাসপাতালে পাঠানো হয়। রেলপুলিশ হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। প্রাথমিক চিকিৎসার পরে বিশালকে আর জি কর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে বিশালের বাড়িতে খবর পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement