Accident

Death: শহরে ট্রাকের ধাক্কায় মৃত্যু ট্রাফিক কনস্টেবলের, গ্রেফতার চালক

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ মহম্মদ নাসিরুদ্দিন। জোড়াসাঁকো থানার ট্রাফিক কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ০২:১৩
Share:

আটক করা হয়েছে ঘাতক লরিটিকে।

কর্তব্যরত অবস্থায় থাকাকালীন কলকাতা পুলিশের ট্রাফিক কনস্টেবলকে পিষে দিল একটি ট্রাক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মহাত্মা গাঁধী এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে। গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা ওই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ মহম্মদ নাসিরুদ্দিন। জোড়াসাঁকো থানার ট্রাফিক কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ট্রাকটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। মহাত্মা গাঁধী রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে দাঁড়িয়েছিলেন ওই ট্রাফিক কনস্টেবল। তখনই সেটি ধাক্কা মারে তাঁকে।

এই ঘটনায় ট্রাক চালক নেপাল যাদবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ট্রাফিক কনস্টেবল নাসিরুদ্দিন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement