IPL Betting

কলকাতায় বসে আইপিএল ম্যাচের গড়াপেটা, তিন জনকে গ্রেফতার করল পুলিশ

বৃহস্পতিবার বিশেষ সূত্রে খোঁজ পেয়ে মণীশ জৈনকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ক্লাইভ রোডে তাঁর দফতর থেকেই গ্রেফতার করা হয় মণীশকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:৫১
Share:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণীশকে জেরা করে আরও দু’জন— লেকটাউনের পবন আগরওয়াল এবং শিবপুরের রোহিত জৈনকে গ্রেফতার করা হয়েছে। ছবি: প্রতীকী

অ্যাপের মাধ্যমে ক্রিকেট গড়াপেটা চক্র সক্রিয় ছিল কলকাতাতেই। ওই চক্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এ বিষয়ে মামলাও দায়ের হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিশেষ সূত্রে খোঁজ পেয়ে মণীশ জৈনকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ক্লাইভ রোডে তাঁর দফতর থেকেই গ্রেফতার করা হয় মণীশকে। অভিযোগ, স্কাইএক্সটেঞ্জ অ্যাপের মাধ্যমে গড়াপেটা চক্র চালাতেন বছর তেতাল্লিশের ওই ব্যক্তি। চলতি আইপিএল সিরিজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে ম্যাচ নিয়ে গড়াপেটা করা হয়েছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণীশকে জেরা করে আরও দু’জন— লেকটাউনের পবন আগরওয়াল এবং শিবপুরের রোহিত জৈনকে গ্রেফতার করা হয়েছে। ডোভার রোডের একটি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তিন জনকে গ্রেফতারের পাশাপাশি ১১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং ৬০ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement