প্রতীকী ছবি।
ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে ফোন করে জালিয়াতি করার পথ ছেড়ে তারা অন্য পথ ধরেছিল। সম্প্রতি বালিগঞ্জের একটি রেস্তরাঁর নাম করে প্রতারণার মামলার তদন্ত শুরু করেছিল লালবাজারের সাইবার থানা। পুলিশ জানায়, ওই ঘটনায় ব্যাঙ্ক জালিয়াতিতে কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর কথাই সামনে এসেছে। বৃহস্পতিবার জামতাড়ার কর্মাটাঁড়ে হানা দিয়ে তিন জনকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ রহিম আনসারি, নাসরুল আনসারি ও মহম্মদ আজহারউদ্দিন। জামতাড়া আদালতের নির্দেশে এক দিনের ট্রানজ়িট রিমান্ডে ধৃতদের কলকাতায় আনা হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, ফোন করে ব্যাঙ্ককর্মী পরিচয়ে প্রতারণার কৌশল ফাঁস হওয়ার পরে সচেতনতা বেড়েছে। তাই কায়দা বদলেছে দুষ্কৃতীরা। ফোনে একটি লিঙ্কের মাধ্যমে ১০-২০ টাকা পাঠাতে বলা হচ্ছে। সেই লিঙ্কে ‘ক্লিক’ করলেই ব্যবহারকারীর যাবতীয় তথ্য দুষ্কৃতীদের কাছে চলে যাচ্ছে। তা দিয়ে মোবাইল ওয়ালেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল দুষ্কৃতীরা।
পুলিশ জানায়, সম্প্রতি বালিগঞ্জের একটি রেস্তরাঁর তরফে দেবাশিস ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁদের নাম করে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ও গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তদন্তে নেমে ফোন নম্বর এবং মোবাইল ওয়ালেটের সূত্রে পুলিশ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পায়। সেখানেই মহম্মদ রহিম আনসারির নাম মেলে। বৃহস্পতিবার কর্মাটাঁড় থেকে তিন জনকে ধরা হয়।