Murder

Narkeldanga Death: নারকেলডাঙায় চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার তিন

মৃতের নাম শামিম শেখ। ক্যানাল ইস্ট রোডের ঝুপড়ি এলাকার বাসিন্দা। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ২১:৪২
Share:

প্রতীকী ছবি

নারকেলডাঙা খালের পাশ থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে থানায় জানান খালের ধারে একটি দেহ পড়ে রয়েছে। পুলিশ উদ্ধার করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই যুবকের পরিচয়ও জানতে পেরেছে পুলিশ।

মৃতের নাম শামিম শেখ। ক্যানাল ইস্ট রোডের ঝুপড়ি এলাকার বাসিন্দা। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সকাল সওয়া ৭টা নাগাদ দেহ উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টেও মারধরের প্রমাণ মিলেছে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন শামিমের মা মীনা।

তিনি পুলিশের কাছে জানান, শুক্রবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে জানান, তাঁর মোবাইল এবং টাকার ব্যাগ চুরি গিয়েছে। শামিমই তা চুরি করেছে বলে ফোনে বলেন ওই ব্যক্তি। মৃতের মার অভিযোগ, চোর সন্দেহে তাঁর ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে।

Advertisement

এর পর ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ওই মোবাইল নম্বরটি ট্র্যাক করে তিনজনকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে একজনের নাম দীপক রায়। যিনি শামিমের মাকে ফোন করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের নাম মেহেরিলাল চৌধুরী ও বিজয় লাল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪ এবং ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement