আগুন নেভাতে ড্রোনের ব্যবহার করবে দমকল দফতর। প্রতীকী ছবি।
এ বার আগুন নেভাতে ড্রোনের ব্যবহার করবে দমকল দফতর। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। বিশেষজ্ঞদের পরামর্শ মতো বেশকিছু ড্রোনও কেনা হচ্ছে বলে জানিয়েছেন সুজিত। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই দমকল দফতরের হাতে ২টি ড্রোন এসে যাবে। মোট ৪টি ড্রোন কেনা হবে। তবে কাজ শুরু হবে প্রথম ২টি দিয়েই।
আগুন নেভাতে ড্রোনের ব্যবহার প্রসঙ্গে দমকলমন্ত্রী জানিয়েছেন, কলকাতা শহরের জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পকেট ফায়ার খুঁজতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এমনকি, আগুনের উৎস খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খেতে হয়। তাই ড্রোন ব্যবহার করলে আগুন নেভানোর ক্ষেত্রে নতুন পথ খুলে যাবে বলেই মনে করছে দমকল দফতর। ড্রোনের ব্যবহার করে আগুনের উৎস জানা গেলে খুব সহজেই আগুন নেভানো যাবে বলেও মনে করছেন দমকল কর্মীরা।
পাশাপাশি, কালীঘাট মন্দিরের আদলে গড়ে তোলা হবে কালীঘাটের দমকল কেন্দ্রটি। মন্ত্রিসভার বৈঠক শেষে একথাও জানিয়েছেন দমকল মন্ত্রী। সুজিত বলেছেন, “কালীঘাট দমকল কেন্দ্রের নতুন ডিজাইন মুখ্যমন্ত্রীকে দেখিয়েছিলাম। তাঁর পছন্দ হয়েছে। অর্থ দফতরও ইতিমধ্যে দমকল কেন্দ্র পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছে। আশা করব দ্রুতই আমরা এই নির্মাণ কাজ শেষ করতে পারব।”