North Dumdum Municipality

জল জমার সমস্যা মেটাতে নতুন নালা উত্তর দমদমে

সমস্যার সমাধানে গত কয়েক বছরে একাধিক পরিকল্পনা করেছে উত্তর দমদম পুরসভা। সেই পরিকল্পনার অংশ হিসাবে এ বার একটি বড় নিকাশি নালা তৈরি হতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ০৯:৩১
Share:

পুরসভা সূত্রের খবর, জল জমার সমস্যা থেকে বাসিন্দাদের মুক্তি দিতে ছ’টি প্রকল্পের পরিকল্পনা করে প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য প্রশাসনের কাছে। —ফাইল চিত্র।

এলাকার অবস্থান নিচুতে। পাশাপাশি, নিকাশি ব্যবস্থারও সংস্কার হয়নি দীর্ঘ কাল। ফলে, প্রতি বছর বর্ষার মুখে জল জমার আশঙ্কায় ভোগেন স্থানীয় বাসিন্দারা। এই সমস্যার সমাধানে গত কয়েক বছরে একাধিক পরিকল্পনা করেছে উত্তর দমদম পুরসভা। সেই পরিকল্পনার অংশ হিসাবে এ বার একটি বড় নিকাশি নালা তৈরি হতে চলেছে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, জল জমার সমস্যা থেকে বাসিন্দাদের মুক্তি দিতে ছ’টি প্রকল্পের পরিকল্পনা করে প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য প্রশাসনের কাছে। তারই একটি প্রকল্পে মন্দিরপাড়া থেকে ফতেশা খাল পর্যন্ত একটি নিকাশি নালা তৈরি করতে চলেছে কেএমডিএ। এর জন্য অনুমোদিত হয়েছে প্রায় ছ’কোটি টাকা। এই নিকাশি নালা তৈরি হলে ২, ১১, ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের বড় অংশে জল জমার সমস্যা কমবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এমবি রোড-সহ একাধিক জায়গায় নিকাশি নালার মানোন্নয়ন ঘটানো হয়েছে। বর্ষার আগে এক দফা সংস্কার হয়েছে খালেরও। তা-ও জল জমার সমস্যা পুরো মেটেনি। তাই নতুন নিকাশি নালা তৈরি হলেও জল-যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন বাসিন্দাদের একাংশ। তাঁদের মতে, স্থায়ী সমাধান করতে হলে প্রয়োজন ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার।

Advertisement

এই পরিপ্রেক্ষিতে উত্তর দমদম পুর কর্তৃপক্ষ জানাচ্ছেন, ১৯টি ওয়ার্ড এলাকায় জল জমার সমস্যা ছিল। এর মধ্যে বেশ কিছু জায়গায় সমস্যা অনেকটাই কমেছে। পর্যায়ক্রমে ছ’টি প্রকল্প বাস্তবায়িত হলে সমস্যা পুরোপুরি মিটবে। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, অবস্থানগত কারণে কিছু এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের। সেই অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে। কিছু কাজ হয়েছে, তার সুফলও মিলেছে। বাকি কাজও দ্রুত শেষ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement