Kolkata Accident

রেষারেষিতে প্রাণ যায় খুদে পড়ুয়ার, সেই ঘটনার আগে ১২৬টি ‘কেস’ ছিল দু’টি ঘাতক বাসের বিরুদ্ধে!

মৃতের বাবা বিধাননগর উত্তর থানায় দায়ের করা অভিযোগপত্রে জানান, ২১৫ এ/১ রুটের দু’টি বাসের রেষারেষি চলছিল। সেই রেষারেষির ফলে একটি বাস ধাক্কা দেয় স্কুটারে। প্রাণ যায় তার পুত্রের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৬:০০
Share:

সল্টলেক-কাণ্ডের সেই ঘাতক বাস, ইনসেটে মৃতের মা। —ফাইল ছবি।

সল্টলেকে রেষারেষির জেরে ছাত্র মৃত্যুর ঘটনায় বাস দু’টির বিরুদ্ধে জমে থাকা মামলার সংখ্যা দেখে চক্ষু চড়কগাছ। ঘটনার পর অভ্যন্তরীণ তদন্ত শুরু করে পরিবহণ দফতর। সেই তদন্তে প্রকাশ, ওই দু’টি বাসের বিরুদ্ধে ১২৬টি মামলা রয়েছে। এই পরিসংখ্যান হাতে পাওয়ার পর আত্মসমালোচনা শুরু হয়েছে পরিবহণ কর্তাদের মধ্যে। এ বার কড়া হাতে এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১২ নভেম্বর মায়ের স্কুটারে চেপে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সল্টলেক ২ নম্বর গেটে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। মৃতের বাবা বিধাননগর উত্তর থানায় দায়ের করা অভিযোগপত্রে জানান, ২১৫ এ/১ রুটের দু’টি বাসের রেষারেষি চলছিল। সেই রেষারেষির ফলে একটি বাস ধাক্কা দেয় স্কুটারে। তাতেই তার পুত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর ঘাতক বাসটিকে আটক করে পুলিশ। দু’টি বাসের চালককেও গ্রেফতার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দু’টি বাসের মালিক এক জনই। আটক করা প্রথম বাসের বিরুদ্ধে ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে ৫৮টি সাইটেশন এবং চারটি কম্পাউন্ড কেস। অপর বাসটির বিরুদ্ধে ৬৪টি মামলা রয়েছে।

পরিবহণ দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘এই পরিসংখ্যান বলে দিচ্ছে, রাজ্যে কত সংখ্যায় দুর্ঘটনা ঘটছে। কিছু ক্ষেত্রে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনভঙ্গ করা হচ্ছে। তাই এই ধরনের ঘটনা রুখতে পরিবহণ দফতর আরও কঠিন পদক্ষেপ করতে পারে। কড়া পদক্ষেপেই তাদের সোজা পথে আনতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement