Road Accident

রাস্তায় পড়ে কাটা আঙুল, মাস্কে ভরে হাসপাতালে পাঠাল পুলিশ

একটি গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের ধাক্কা লাগার পরে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের কিছুটা দূরেই তখন ডিউটি করছিলেন হেডকোয়ার্টার্স ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট। দ্রুত তাঁদের কয়েক জন ছুটে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ০৬:৩০
Share:

কাটা আঙুলটিকে রাস্তা থেকে তুলে একটি পরিষ্কার সার্জিক্যাল মাস্কে ভরেন এক পুলিশকর্মী। প্রতীকী ছবি।

রাস্তায় পড়ে কাতরাচ্ছেন এক যুবক। কিছুটা দূরেই পড়ে তাঁর ডান হাতের একটি কাটা আঙুল। রক্তে ভেসে যাচ্ছে আশপাশ! বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ এমনই দৃশ্য দেখা গেল ধর্মতলায় নেতাজি মূর্তির কাছে।

Advertisement

পুলিশি সূত্রের খবর, একটি গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের ধাক্কা লাগার পরে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের কিছুটা দূরেই তখন ডিউটি করছিলেন হেডকোয়ার্টার্স ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট এবং পুলিশকর্মীরা। দ্রুত তাঁদের কয়েক জন ছুটে আসেন। কাটা আঙুলটিকে রাস্তা থেকে তুলে একটি পরিষ্কার সার্জিক্যাল মাস্কে ভরেন এক পুলিশকর্মী। এর পরে শুরু হয় ওই মোটরবাইক আরোহীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া।

জানা গিয়েছে, ওই যুবকের নাম আফসার হোসেন। বাড়ি বেনিয়াপুকুর থানা এলাকার জাননগর রোডে। খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের একটি পোশাকের দোকানের সঙ্গে যুক্ত তিনি। এ দিন দুপুরে নিজের মোটরবাইক চালিয়ে খিদিরপুর থেকে বাড়ির দিকে আসছিলেন আফসার। মাঝপথে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। এর পরেই গাড়িটি চম্পট দেয়।

Advertisement

পুলিশ আফসারকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি যেতে রাজি হননি। অগত্যা তাঁকে অ্যাম্বুল্যান্সে করে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। হাসপাতাল সূত্রের খবর, সন্ধ্যা থেকে ওই যুবকের অস্ত্রোপচার শুরু হয়েছে। রাত পর্যন্ত তা চলে।

ওই হাসপাতালে উপস্থিত আফসারের পরিবারের এক সদস্য ফারুক বলেন, ‘‘কী ভাবে আফসারের সঙ্গে এই ঘটনা ঘটেছে, সেটা পরিষ্কার নয়।’’ পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখছে। তদন্তকারীদের অনুমান, গাড়িটি সিগন্যাল ভেঙে চলে এসেছিল। তবে ওই যুবকের মাথায় হেলমেট থাকায় বড় অঘটন এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement