Calcutta High Court

ময়দানে বর্জ্য নিয়ে মামলা করল হাইকোর্টই

ময়দানে জঞ্জালের স্তূপের বিষয়ে সুয়োমোটো মামলা করছে হাইকোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০০:৫৬
Share:

ফাইল চিত্র।

কলকাতা ময়দানে সবুজ ধ্বংস এবং আবর্জনা জমে থাকা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল।

Advertisement

ব্যক্তিগত কাজ সেরে হাইকোর্টে ফেরার পথে ময়দানে স্তূপীকৃত প্লাস্টিক-কাগজ এবং যত্রতত্র পড়ে থাকা আবর্জনা দেখে বিরক্ত হন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। রেড রোডের পাশে জমে থাকা জঞ্জাল দেখে তিনি সবচেয়ে বেশি অবাক হন। অতিরিক্ত সলিসিটর জেনারেল ও অ্যাডভোকেট জেনারেলকে সোমবার বিচারপতি জানিয়ে দেন, ময়দানে জঞ্জালের স্তূপের বিষয়ে সুয়োমোটো মামলা করছে হাইকোর্ট।

বিচারপতির বক্তব্য, শুধু জঞ্জাল ফেলাই নয়, ময়দানের মধ্যে যে ভাবে বেআইনি পার্কিং করা হয় এবং আশপাশের রাস্তাগুলি জুড়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, তা নিয়েও ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেনা-সহ রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত সব পক্ষকে ২৪ ডিসেম্বর শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ দিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ডাফরিন রোড, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড এবং খিদিরপুর রোডের পরিস্থিতি উল্লেখ করে বলেন, ‘‘এই সব রাস্তার দু’ধারে বেআইনি পার্কিং করা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ থাকার পরেও কী ভাবে ময়দানে পার্কিং হচ্ছে?’’

Advertisement

এ দিন ময়দানে গিয়ে দেখা যায়, শীতের আমেজ উপভোগ করতে প্রচুর মানুষ ভিড় করেছেন। পাল্লা দিয়ে বেড়েছে চারদিকে ছড়িয়ে থাকা প্লাস্টিক, কাগজের ঠোঙা, চায়ের কাপ, থার্মোকলের থালা-বাটি। ময়দানের পাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকা মোটরবাইক ও গাড়ির সংখ্যাও বেড়ে গিয়েছে চোখে পড়ার মতো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement