CPM

হারের প্রকৃত কারণ খুঁজতে নীচুতলার কর্মীদের নিয়ে সম্মেলন করবে সিপিএম

শনিবার রাতে সিপিএমের প্রথম রাজ্য কমিটির বৈঠক বসে।সেখানেই ভোট বিপর্যয় নিয়ে জোর সমালোচনার মুখে পড়েন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২১ ২১:১৩
Share:

নীচুতলার কর্মীদের নিয়ে সম্মেলন করবে সিপিএম।

হারের প্রকৃত কারণ খুঁজতে এবার নীচুতলার কর্মীদের নিয়ে সম্মেলন করবে সিপিএম। ভোট বিপর্যয়ের পর শনিবার রাতে সিপিএমের প্রথম রাজ্য কমিটির বৈঠক বসে। সেই ভার্চূয়াল বৈঠকে অংশ নেন রাজ্যের ৪৬ জন নেতা। সেখানেই ভোট বিপর্যয় নিয়ে জোর সমালোচনার মুখে পড়েন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। বৈঠকেই ঠিক হয় হারের আসল কারণ জানতে দলের নীচুতলার কর্মীদের কাছে যাবে সিপিএম নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় সেকথা জানিয়ে বিবৃতি প্রকাশ করে সিপিএমের রাজ্য কমিটি। সেই বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘জেলাগুলির তরফে পর্যালোচনা পেশ করা হয়েছে। স্থির হয়েছে বুথ ও শাখা স্তর পর্যন্ত এবং সমস্ত অংশের মানুষের মতামত নিয়েই এই পর্যালোচনা চূড়ান্ত হবে।’’ তাতে আরও বলা হয়েছে, ‘‘প্রাথমিক রিপোর্ট পর্যালোচনাকে পূর্ণাঙ্গ পর্যালোচনার রূপ দিতে বুথ ও শাখাস্তর পর্যন্ত আলোচনা ও অভিমত সংগ্রহ করতে হবে।’’

Advertisement

আলিমুদ্দিন ষ্ট্রিট সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে করোনা সংক্রমণ গতি কমা পর্যন্ত অপেক্ষা করবে পার্টি। সংক্রমণের গতি নিম্নমুখী হলেই সিপিএম নেতৃত্ব নীচুতলার কর্মীদের নিয়ে সম্মেলন করতে উদ্যোগী হবে। সেক্ষেত্রে একদিকে যেমন হারের কারণ জানতে চাওয়া হবে। তেমনই নীচুতলার কর্মীদের ক্ষোভ বিক্ষোভও শোনা হবে সম্মেলনগুলিতে। কারণ, শনিবারের রাজ্য কমিটির বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাই দল ধরেই নিচ্ছে সংযুক্ত মোর্চা গঠন থেকে নির্বাচনী রণকৌশল প্রসঙ্গে নীচুতলারও কিছু ক্ষোভ থাকতে পারে। তাই নীচুতলার কর্মীদের সম্মেলনেই সেই সমস্ত বিষয়গুলি জানতে চাওয়া হবে।

আলিমুদ্দিন ষ্ট্রিট সূত্রে খবর, আগামী আগস্ট মাসের মধ্যে করোনা সংক্রমণ কমতে পারে। তাই তারপরেই নীচুতলার কর্মী নিয়ে সম্মেলন হবে। সেক্ষেত্রে সম্মেলনে নীচুতলার কর্মীদের পরামর্শ নিয়েই সাংগঠনিক রদবদলও হতে পারে সিপিএমের সংগঠনে। সিপিএমের এক কেন্দ্রীয় কমিটির নেতার কথায়, ‘‘আমাদের দলে দলের অন্দরেই ক্ষোভের কথা বলা যায়। সেক্ষেত্রে ঘরোয়া আলোচনায় যদি নিচুতলার কর্মীরা নিজেদের ক্ষোভের কথা বলে রাজ্য নেতৃত্বের ক্রটি ধরিয়ে দিতে পারে তাহলেই পার্টি ভোটের পরাজয় প্রসঙ্গে সঠিক মূল্যায়ন করতে পারবে বলেই আমরা মনে করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement