বাড়তে থাকা করোনা সংক্রমনের জেরে সোমবার কলকাতার গণ্ডিবদ্ধ এলাকার তালিকা ঘোষণা করল কলকাতা পুরসভা।
মোট ৭টি বরোর ১৪টি ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে এই গণ্ডিবদ্ধ এলাকা।
কলকাতার মোট দু’টি বস্তি এলাকা রয়েছে এই তালিকায়। এগুলি ২টি ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে।
এ ছাড়াও মোট ৯টি কমপ্লেক্সকে গণ্ডিবদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এগুলি ৭টি ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে।
গণ্ডিবদ্ধ এলাকা হিসেবে তালিকাভুক্ত হয়েছে কলকাতার ৪টি ওয়ার্ডের ৫টি ফ্ল্যাট বাড়ি।
‘মিশ্র’ হিসেবে চিহ্নিত হয়েছে ৫টি এলাকা। এগুলি ৬৩, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডে রয়েছে।
গণ্ডিবদ্ধ এলাকা হিসেবে রয়েছে ৪টি হস্টেলও। এগুলি সবই ১৬ নম্বর বরোর ১৪৪ নম্বর ওয়ার্ডে।