প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর নাতনি। অন্য দিকে জনপ্রিয় বলি নায়িকার খুড়তুতো বোনও। বড় পর্দায় শীঘ্রই হাতেখড়ি হতে চলেছে তাঁর। কিন্তু তরুণী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ক্রিকেটারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ায়। জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমের পাতায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তরুণী। একটি ছবিতে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা যায় তাঁকে। ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করার পরেই শুরু হয়ে যায় আলোচনা। তবে কি জ়ানাই ভোঁসলে ভারতীয় পেসার মহম্মদ সিরাজের প্রেমিকা?
২০০২ সালের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম জ়ানাইয়ের। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের নাতনি।
ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল জ়ানাইয়ের। সাত বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নেওয়া শুরু। শুধু তা-ই নয়, পশ্চিমি অপেরা গাইতেও শেখেন তিনি।
উচ্চশিক্ষার জন্য মুম্বই ছেড়ে সুইৎজ়ারল্যান্ড চলে যান জ়ানাই। পড়াশোনা শেষ করে আবার মুম্বই ফেরেন তিনি।
গানের পাশাপাশি নাচের প্রতিও ঝোঁক রয়েছে জ়ানাইয়ের। ২০১৬ সালে ইংল্যান্ডের একটি অনুষ্ঠানের মঞ্চে নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়োন তিনি।
কানাঘুষো শোনা যায়, ২০১৭ সালে মুম্বইয়ের হিল রোডে অ্যাপ্ল সংস্থার একটি শোরুমও খোলেন জ়ানাই।
২০১৭ সালে একটি ব্যান্ডের সঙ্গে হাত মেলান জ়ানাই। যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার মাধ্যমে সেই গানের ব্যান্ডের হাতেখড়ি হয়। জানা যায়, সেই ব্যান্ডের সকল সদস্যই ছিলেন রূপান্তরকামী। সেই ব্যান্ডের জন্য গান গেয়েছিলেন জ়ানাই।
অবসর সময় মার্শাল আর্টস শেখেন জ়ানাই। খ্যাতনামী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ভাল বন্ধুত্ব রয়েছে জ়ানাইয়ের। একসঙ্গে জিমে গিয়ে শরীরচর্চাও করেন তাঁরা।
শোনা যায়, ২০২০ সালের এপ্রিল মাসে নিজের নামে ইউটিউবে একটি চ্যানেল খোলেন জ়ানাই। মাঝেমধ্যে আশার সঙ্গে মঞ্চে গাইতেও দেখা গিয়েছে জ়ানাইকে।
বলি অভিনেত্রী শ্রদ্ধা কপূরের খুড়তুতো বোন জ়ানাই। বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি। ‘দ্য প্রাইড অফ ভারত— ছত্রপতি শিবাজি মহারাজ’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে জ়ানাইকে।
২০২৪ সালে জ়ানাই ঘোষণা করে জানিয়েছিলেন যে, বড় পর্দায় অভিনয় করলেও ছোটখাটো চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রেক্ষাগৃহে সেই ছবি মুক্তি পাওয়ার কথা।
সম্প্রতি জ়ানাইয়ের গাওয়া একটি গান মুক্তি পেতে চলেছে। সমাজমাধ্যমে পোস্ট করে সেই কথাই জানিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে জ়ানাইয়ের অনুগামীর সংখ্যা নজরে পড়ার মতো। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় জ়ানাইয়ের অনুগামীর সংখ্যা দু’লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।
সম্প্রতি ২৩ বছরে পা দিয়েছেন জ়ানাই। সমাজমাধ্যমে জন্মদিন উপলক্ষে কিছু ছবি পোস্ট করেন তিনি। ছবিতে বলি অভিনেতা জ্যাকি শ্রফের পাশাপাশি দেখা গিয়েছে আশাকেও। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ‘মুঞ্ঝ্যা’ ছবির অভিনেতা অভয় বর্মাও। তবে আলোচনা শুরু হয় জ়ানাইয়ের সঙ্গে মহম্মদ সিরাজের একটি ছবি নিয়ে।
ছবিতে জ়ানাই এবং সিরাজকে একে অপরের দিকে হাসিমুখে তাকিয়ে থাকতে দেখা যায়। এই ছবি প্রকাশ হতেই শুরু হয় প্রেমের গুঞ্জন। তবে সেই গুঞ্জনকে শুরুতেই থামিয়ে দিয়েছেন জ়ানাই এবং সিরাজ।
জ়ানাই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিরাজের সঙ্গে তাঁর ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় ভাই।’ পাল্টা সিরাজও তাঁকে বোন বলে সম্বোধন করেন। এমনকি, তাঁর বোনকে তিনি কতটা ভালবাসেন সে কথাও লেখেন ভারতীয় পেসার। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের সম্পর্ক ভাই-বোনের।
ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে সিরাজ লেখেন, ‘‘আমার বোনের মতো কোনও বোন নেই। ওকে ছাড়া আমি কোথাও থাকব না। আমার বোনের জুড়ি মেলা ভার।’’
গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটে নিয়মিত সিরাজ। তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। কিন্তু গত বছর বল হাতে তেমন ফর্মে ছিলেন না সিরাজ। তার খেসারত দিতে হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর সিরিজ়ে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও জায়গা পাননি। তবে জসপ্রীত বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা কম থাকায় বিকল্প হিসাবে তাঁর নাম ভাবতে পারেন নির্বাচকেরা।