Calcutta High Court

WB Election Commission: সিসিটিভির ফরেন্সিক পরীক্ষা দরকার, কাঁথি পুরভোট মামলায় বলল কলকাতা হাই কোর্ট

কাঁথিতে ছাপ্পা, বুথ দখল ও অশান্তির অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ২১:৪৯
Share:

প্রতীকী ছবি।

কাঁথি পুরসভা মামলায় সিসিটিভি ক্যামেরার ফরেন্সিক পরীক্ষা প্রয়োজন বলে মনে করে কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, পুরভোটে অশান্তি নিয়ে যে সব অভিযোগ উঠেছে তার সত্যতা যাচাই করতে সিসিটিভির ফরেন্সিক পরীক্ষা দরকার। এবং এটা এখন জরুরি বলেও মনে করছে আদালত। এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Advertisement

পুরসভার ভোটের দিন কাঁথিতে ছাপ্পা, বুথ দখল ও অশান্তির অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সিসিটিভির ফরেন্সিক পরীক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মত আদালত জানতে চাইলে তারা আপত্তি জানায়নি। ডিভিশন বেঞ্চ ফরেন্সিকের দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়ার ইঙ্গিত দেয়। আদালতের মতে, নিরপেক্ষ সংস্থা হিসাবে এই কাজটা কেন্দ্রীয় কমিশন করতে পারবে বলে মনে হয়।

কেন্দ্রীয় কমিশনের আইনজীবী আদালতকে জানায়, এই পরীক্ষা করার জন্য তাদের পরিকাঠামো নেই। এমনটা আগে করা হয়নি। তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে আদালতকে জানানো হবে। এর জন্য সময় চান তিনি। এর জন্য ১০ দিন সময় দিয়েছে হাই কোর্ট। পাশাপাশি উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, আপাতত সিসিটিভি ফুটেজ-সহ বুথের অন্য সমস্ত রেকর্ড সংরক্ষণ করতে হবে। পরবর্তী নির্দেশ ছাড়া কোনও কিছু নষ্ট করা যাবে না। আগামী ২৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement